চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র বহুল প্রতীক্ষিত ম্যাচটি আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। রবিবার দুবাইয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এই হাই-ভোল্টেজ লড়াইকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা দেখা যাচ্ছে, বিশেষ করে সোশ্যাম মিডিয়াতে। পাকিস্তানের জন্য ম্যাচটি মরণ-বাঁচন লড়াই, কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে পরাজয়ের পর তারা এখন বিদায়ের মুখে দাঁড়িয়ে রয়েছে। মহম্মদ রিজওয়ানের দলকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে রীতিমতো এক অলৌকিক কিছু করতে হবে।
রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত এই টুর্নামেন্টের জন্য পাকিস্তানে যায়নি এবং তারা সব ম্যাচ দুবাইতে খেলছে। এই ম্যাচটি চলতি টুর্নামেন্টের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় ম্যাচ হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, ভক্তদের জানানো হয়েছে যে বলিউডের জনপ্রিয় অভিনেতা সানি দেওল স্টুডিও থেকে ম্যাচটি উপভোগ করবেন। তিনি এক টিজার ভিডিয়োতে জানিয়েছেন যে তিনি একজন বিশেষ অতিথির সঙ্গে খেলাটি দেখবেন, তবে সেই অতিথির নাম প্রকাশ করেননি সানি। যা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।
আরও পড়ুন … ভারতের সামনে নামার আগে পাকের চিন্তা বাড়াল পিন্ডির আবহাওয়া! ছিটকেও যেতে পারে
বেশিরভাগ ভক্ত ধারণা করছেন যে সানি দেওল হয়তো এমএস ধোনির সঙ্গে ম্যাচটি দেখবেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে প্রচুর মন্তব্য দেখা যাচ্ছে।
আরও পড়ুন … CT 2025: পাকিস্তান ম্যাচের আগে রোহিতের অবসর নিয়ে জল্পনা! 'ও হয়তো..', বললেন প্রাক্তন তারকা
ধোনি ২০১৯ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, তিনি শুধুমাত্র আইপিএলে খেলছেন। তিনি আইপিএল ২০২৫-এও অংশ নেবেন, তবে এবার চেন্নাই সুপার কিংসের হয়ে ‘আনক্যাপড’ খেলোয়াড় হিসেবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে পাকিস্তান ও ভারতের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে। সর্বশেষ দুই দল ২০১৭ সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল, যেখানে ভারত হার মানতে বাধ্য হয়। তবে, ওয়ানডে ইতিহাসে পাকিস্তান ৭৩-৫৭ ব্যবধানে এগিয়ে থাকলেও, শেষ ১১টি পূর্ণাঙ্গ ওয়ানডে ম্যাচে তারা ভারতের বিরুদ্ধে জয় পায়নি।
আরও পড়ুন … ভিডিয়ো: লাফিয়ে উঠে অবিশ্বাস্য ক্যাচ ৪৩ বছরের 'বুড়ো' যুবরাজের! জিভ বের করলেন ব্যাটার
ম্যাচের আগে ভারতের ওপেনার শুভমন গিল বলেন, ‘ভারত বনাম পাকিস্তান ম্যাচের নিজস্ব ইতিহাস আছে। প্রতিবার এই দুই দল মুখোমুখি হলে এটি একটি উত্তেজনাপূর্ণ লড়াই হয়। যদি এত মানুষ এই দ্বৈরথ উপভোগ করে, তাহলে আমরা কেন বলব এটি অতিরিক্ত হাইপড বা কম হাইপড? আমরা ক্রিকেট খেলতে আসি, দলকে জেতানোর জন্য খেলি। এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, তবে আমার মতে, যে কোনও দলের জন্য সবচেয়ে বড় ম্যাচ হচ্ছে ফাইনাল।’