ছেলে ভারতীয় দলের হয়ে মাঠে নামলে, পিতা মাঠে গিয়ে টিম ইন্ডিয়ার হয়ে গলা ফাটাবেন, এটাই স্বাভাবিক। তবে আইপিএল এমনই টুর্নামেন্ট, যেখানে পরিবারের সদস্যদের মধ্যেও লড়াই চলে পছন্দের দলকে সমর্থন করা নিয়ে। একই পরিবারের দুই সদস্য দু'টি আলাদা আইপিএল দলের হয়ে গলা ফাটালে, তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে তাই বলে ছেলে এক দলের হয়ে মাঠে নামছেন, পিতা অন্য দলকে সমর্থন করছেন, এমন ছবি দেখতে পাওয়া খুব স্বাভাবিক নয়। তেমনই অস্বাভাবিক ছবির হদিশ পেল ভারতীয় ক্রিকেটমহল।টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি নীতীশ রেড্ডি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামেন। নীতীশের উপরে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির অগাধ আস্থা রয়েছে। সেই কারণেই আইপিএল ২০২৫-এর আগে নীতীশকে স্কোডায়ে ধরে রাখে তারা। নিতান্ত কম টাকায় নয়, বরং নীতীশকে রিটেন করতে ৬ কোটি টাকা খরচ করে সানরাইজার্স।তবে এবার নীতীশ রেড্ডির পিতাকে দেখা গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে। নীতীশের পিতা মুত্যলা রেড্ডিকে জিমে ঘাম ঝরাতে দেখা যায় আরসিবির জার্সিতে। সেই ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়ে যায় যে, তবে নীতীশের পিতা ছেলের দলকেই সমর্থন করেন না? নীতীশ রেড্ডি চলতি আইপিএলের প্রথম ৯টি ম্যাচের মধ্যে ৮টি ইনিংসে ব্যাট করতে নামেন। তিনি ২১.৭১ গড়ে সাকুল্যে ১৫২ রান সংগ্রহ করেন। স্ট্রাইক-রেট ১১৩.৪৩। এবছর আইপিএলে এখনও পর্যন্ত একটিও হাফ-সেঞ্চুরি করতে পারেননি নীতীশ। টুর্নামেন্টে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৩২ রানের। তিনি ১৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন।আইপিএল ২০২৫-এ নীতীশ রেড্ডির ব্যক্তিগত পারফর্ম্যান্স১. বনাম রাজস্থান রয়্যালস- ৩০ রান।২. বনাম লখনউ সুপার জায়ান্টস- ৩২ রান।৩. বনাম দিল্লি ক্যাপিটালস- ০ রান।৪. বনাম কলকাতা নাইট রাইডার্স- ১৯ রান।৫. বনাম গুজরাট টাইটানস- ৩১ রান।৬. বনাম পঞ্জাব কিংস- ব্যাট করেননি।৭. বনাম মুম্বই ইন্ডিয়ান্স- ১৯ রান।৮. বনাম মুম্বই ইন্ডিয়ান্স- ২ রান।৯. বনাম চেন্নাই সুপার কিংস- অপরাজিত ১৯ রান।