আইপিএলের শেষ কয়েকটা ম্যাচ একদম ভালো যায়নি রোহিত শর্মার। টানা ব্যাটে রানের খরা চলছে। এরই মধ্যে কয়েক সপ্তাহ পরই শুরু টি২০ বিশ্বকাপ। সেখানে দেশের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। তাঁর আগে অধিনায়কের ব্যাটেই রানের খরা চলায় তাঁকে নিয়ে বেজায় চিন্তায় টিম ম্যানেজমেন্ট। একদিনের বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার রোহিত, কিন্তু টি২০ বিশ্বকাপের আগে এবারে যেন একদম নিষ্প্রভ। অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমের পরিবেশ যে কিছুটা হলেও তাঁর খেলায় প্রভাব ফেলেছে সেকথা বলাই বাহুল্য। জাতীয় দলের অধিনায়ক তিনি, অথচ ফ্র্যাঞ্চাইজিতে তিনি খেলছেন জাতীয় দলের তাঁরই ডেপুটির নেতৃত্বে, বিষয়টা মানসিকভালে মানা একটু কঠিন, সে যতই পেশাদার হন না কে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আশা, রোহিত ফর্মে ফিরবেন।
আরও পড়ুন-IPL 2024-ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম তুলে দিলেও রেহাই পাবেন না বোলাররা, বড় বার্তা পন্টিংয়ের
আইপিএলের সঙ্গে আইসিসি ইভেন্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, তাই বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, রোহিতের অফ ফর্ম নিয়ে চিন্তার কোনও কারণই নেই। ঠিক সময়ই নিজের ছন্দে ফিরবেন এই মুম্বইকর ব্যাটসম্যান। এবারের টি২০ বিশ্বকাপের ভারতের স্কোয়াডেরও যথেষ্ট প্রশংসা করেছেন মহারাজ। সম্প্রতি প্রবীণ আমরের লেখা বই উদ্বোধনে গিয়ে এই মন্তব্য করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন-IPL 2024-আরসিবির বিপক্ষে খেলতে পারলে প্লে অফের দৌড়ে থাকতাম…কাকে খোঁচা দিলেন ঋষভ পন্ত
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শতরান করলেও রোহিতের পারফরমেন্স এরপর নিম্নমুখী। শেষ কয়েকটা ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৬,৮,৪,১১,৪ এবং ১৯ রান। যদিও সেই নিয়ে চিন্তিত নন মহারাজ। সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, ‘ এবারে ভারতীয় দল খুব ভালো। বিশ্বকাপে রোহিত শর্মা ভালোই খেলবে। বড় প্রতিযোগিতায় রোহিত ভালো খেলে। তাই আইসিসি ইভেন্টে রোহিত ভালোই পারফর্ম করবে’।
নিজের প্রথম চার টি২০ বিশ্বকাপে রোহিত শর্মার রান ছিল যথাক্রমে ৮৮, ১৩১, ৮৪ এবং ৮২। ২০১৪ টি২০ বিশ্বকাপে ওপেনার হিসেবে ২০০ রান করেছিলেন, সেবার ভারত রানার্স আপ হয়। ২০১৬ সালে করেন মাত্র ৮৮ রান। ২০২১ এবং ২০২২ টি২০ বিশ্বকাপে রোহিত শর্মা করেছিলেন ১৭৪ এবং ১১৬ রান। নিজের নবম বিশ্বকাপে খেলতে নামবেন রোহিত শর্মা। টি২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩৯টি ম্যাচে রোহিত করেন ৯৬৩ রান, যা মোটেই খুব ভালো পরিসংখ্যান নয়। এটাই হয়ত তাঁর শেষ সুযোগ অধিনায়ক হিসেবে টি২০ বিশ্বকাপ জয়ের, তাই রোহিত নিশ্চয় চাইবেন আইপিএলের খারাপ অভিজ্ঞতা ভুলে নতুন করেই মার্কিন মুলুকে শুরু করতে।