বাংলা নিউজ > ক্রিকেট > icc t20 world cup 2024-এত তাড়াতাড়ি সব হচ্ছে,হজম হচ্ছে না! বিরাটের উইকেটের স্মৃতিচারণায় নেত্রভালকর
পরবর্তী খবর
icc t20 world cup 2024-এত তাড়াতাড়ি সব হচ্ছে,হজম হচ্ছে না! বিরাটের উইকেটের স্মৃতিচারণায় নেত্রভালকর
1 মিনিটে পড়ুন Updated: 14 Jun 2024, 11:08 AM ISTMoinak Mitra
আইসিসি টি২০ বিশ্বকাপ-এ বিরাট কোহলি-কে প্রথম বলেই আউট করেছিলেন সৌরভ নেত্রভালকর। আয়ারল্যান্ড ম্যাচ জিতলেই ইতিহাসে নাম লেখাবে মার্কিন যুক্তরাষ্ট্র, তাঁর আগে সৌরভ এখনও বেরোতে পারেননি বিরাটের উইকেটের স্মৃতি থেকে। বলছেন, এত তাড়াতাড়ি সব কিছু হচ্ছে, যে হজম করতে অসুবিধা হচ্ছে।
ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচে বিরাট কোহলি গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন সৌরভ নেত্রভালকরের বলে। বিরাটকে অফ স্টাম্পে বল রাখতেই, কোহলি তাতে হাল্কা ব্যাট ছুঁইয়ে আউট হন। সৌরভ বলছেন, কোহলিকে অফ স্টাম্পে বল রাখবেন ভেবেছিলেন, সেই পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগতেই আসে সাফল্য। ম্যাচ শেষে পুরনো সতীর্থ সূর্যকুমার যাদব, রোহিত শর্মাদের পাশাপাশি বিরাট কোহলিও তাঁকে আলাদাভাবে শুভেচ্ছা জানান। সৌরভ বলছেন, ভারতে এত বেশি প্রতিভা ছিল, সেই কারণেই ভালো বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পেয়ে দেশ ছেড়েছিলেন তিনি। প্রযুক্তিবিদ্যার কোডিং বিষয়টি তাঁর অপর ভালোবাসা ছিল, তাই দ্বিতীয় ভালোবাসার জন্যই ভারত ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ভারতীয় দলের ম্যাচের পর দেখা যায়, সেই ম্যাচের সেরা ক্রিকেটার আর্শদীপ সিংয়ের সাংবাদিক সম্মেলনে না গিয়ে অনেকেই সৌরভের কাছে গেছিলেন সাক্ষাৎকারের জন্য। ৩২ বছর বয়সী বাঁ হাতি পেসার সৌরভ বলছেন, ‘আমি খুব খুশি, আমার দুটো ভালোবাসা এবং শখের জায়গাতেই সাফল্য পাচ্ছি বলে। তবে এত তাড়াতাড়ি সব হচ্ছে, যে বিষয়টি হজম করতে সময় লাগছে। শেষ দুই ম্যাচ আমার কাছে হাই প্রোফাইল ছিল। বিশেষ করে বিরাটের উইকেটটি আমার কাছে একটা আবেগঘন মূহূর্ত, আমি ভেবে রেখেছিলাম অফ স্টাম্পে বোলিং করব। সেই পরিকল্পনা বেশ ভালোই কাজে লাগে। আমি সূর্যকে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের সময় থেকে চিনি, ওর সঙ্গে সেই সময়ের বিভিন্ন মজার গল্প করছিলাম, বিরাটকে ব্যক্তিগতভাবে না চিনলেও , ও আমাকে শুভেচ্ছা জানিয়েছে ’।