দ্বিতীয়বার আইসিসি টি২০ বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট ম্যাচ। দঃ আফ্রিকার বিপক্ষে হারা ম্যাচই জিতিয়ে দিয়েছেন বুমরাহ, আর্শদীপ সিংরা। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পরপর উইকেট হারিয়ে একসময় চাপে পড়ে গেছিল টিম ইন্ডিয়া। মাত্র ৩৪ রানের মধ্যে ৩ উইকেট পড়ে গেলেও সেই পরিস্থিতিতে দলের হাল ধরেন অক্ষর প্যাটেল এবং বিরাট কোহলি। অক্ষর প্যাটেল ৩১ বলে ৪৭ রান করে আউট হলেও ওপেনার বিরাট খেলেন ১৯তম ওভার পর্যন্ত। করেন ৫৯ বলে ৭৬ রান। সেই ইনিংসের গুরুত্ব অপরিসিম হলেও প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের মতে বিরাটের ওই ইনিংস ভারতকে হারিয়ে দিচ্ছিল আরেকটু হলেই। বিরাট নয়, বরং দলের জয়ের জন্য বোলারদেরই কৃতিত্ব দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার।
আরও পড়ুন-পেনাল্টি মিস! কোনও মতে মান বাঁচিয়েছেন কোস্তা! ইউরোর পরই অবসরের পথে রোনাল্ডো?
সঞ্জয় মঞ্জরেকরের মতে বিরাট কোহলি সেদিন ফাইনালে মাত্র ১২৮ স্ট্রাইক রেটে রান করেছিলেন। শেষ দিকে এসে স্ট্রাইক রেট বাড়ানোর চেষ্টা করলেও খুব বেশি সুবিধা করে উঠতে পারেননি তিনি। ভারতীয় দলের বোলাররা হারা ম্যাচ জিতিয়ে দেয় টিম ইন্ডিয়াকে। বিশ্বকাপ হেরে গেলে কোহলির সেই ইনিংস নিয়ে সমালোচনা হত বিস্তর, দাবি করেছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। এমনকি ফাইনাল ম্যাচের সেরা হিসেবেও বিরাটকে বাছার সিদ্ধান্ত ঠিক নয়, মনে করছেন এই প্রাক্তন ক্রিকেটার।
আরও পড়ুন-ভদ্র ব্যবহার করুন, ঠিকভাবে কথা বলতে হবে, ফ্যানদের উপদেশ হার্দিকের
সঞ্জয় মঞ্জরেকর বলছেন, ‘ওই ইনিংসটা বিরাট খেলায় যেটা হয়েছিল সেটা হল, হার্দিক পাণ্ডিয়া মাত্র ২ বল খেলার সুযোগ পেয়েছিল। দলের এমন বিপজ্জনক ব্যাটার তো সুযোগই পাননি তেমনভাবে ব্যাটিং করার। আমার মনে হয়েছিল ভারতীয় দলের ব্যাটিং ভালো ছিল কিন্তু বিরাটই দলকে কোনঠাসা করে দিচ্ছিল। নেহাত বোলাররা ওই পরিস্থিতি থেকে ম্যাচটা বের করে এনেছে বলে রক্ষা। ভারতীয় দল তো হারের সামনে ছিল, প্রায় ৯০ শতাংশ সুযোগ ছিল দঃ আফ্রিকার সামনে, কিন্তু বোলাররা পুরো ম্যাচ বদলে দেয়। বিরাট তো মাত্র ১২৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল সেই ম্যাচে। আমার মতে ওই ম্যাচের সেরা কোনও বোলারের হওয়ার উচিত ছিল, কারণ দঃ আফ্রিকার মুখের সামনে থেকে ভারতীয় বোলাররাই ট্রফি ছিনিয়ে আনে’।
প্রসঙ্গত ফাইনালে জসপ্রীত বুমরাহ এবং আর্শদীপ সিং দুটি করে উইকেট নেন। তুলনায় সামান্য বেশি ইকোনমি হলেও ৩ উইকেট নেন ভারতের হার্দিক পাণ্ডিয়া। ৩০ বলে ৩০ রান বাকি থাকতে ম্যাচের উলটপুরান ঘটিয়ে দেয় ভারতীয় বোলাররা।