বুধবার হঠাৎ করে ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন রবিচন্দ্রন অশ্বিন। বিষয়টি আগে থেকেই জানতেন হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা। এই দু’জন ছাড়া আর কেউ এই ব্যাপারে কোনও আভাস পাননি। এমনকী ব্যাটার বিরাট কোহলি এবং প্রধান নির্বাচক অজিত আগারকরও কিছু জানতেন না। ঘটনায় অবাক হয়ে গিয়েছিলেন সকলে।
বুধবার তৃতীয় টেস্ট ড্র ঘোষণা হয়ে যাওয়ার পর অধিনায়ক রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অশ্বিন। সেখানেই তিনি নিজের অবসরের কথা ঘোষণা করেন। তাঁর অবসর গ্রহণের বিষয়টি সম্পর্কে বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, ব্রিসবেনে পঞ্চম দিনে বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ ছিল সেই সময় তিনি অশ্বিনের অবসর গ্রহণের সিদ্ধান্তের কথাটি জানতে পারেন।
কোহলি সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে লিখেলছিলেন, ‘আমি তোমার সঙ্গে ১৪ বছর ধরে খেলেছি এবং তুমি যখন আমাকে বললে যে আজই তুমি অবসর নিচ্ছ, তখন আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। তোমার সঙ্গে খেলা সমস্ত বছরগুলি একসঙ্গে আমার চোখের সামনে ফুটে উঠেছিল।’ এমনকী BCCI-এর কাছেও এই বিষয় খুব বেশি কিছু আভাস ছিল না।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সিনিয়র আধিকারিক PTI-কে বলেন, ‘নির্বাচক কমিটির তরফ থেকে কোনও চাপ ছিল না। অশ্বিন ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি এবং তার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।’ যদিও রোহিত এবং গম্ভীরের জন্য এটি আলাদা ছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, ‘দলের মধ্যে, অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ গৌতম গম্ভীর ব্যতীত, সিদ্ধান্তটি বাকিদের জন্য একটি ধাক্কা ছিল।’
অশ্বিনের অবসর গ্রহণ সম্পর্কে রোহিত বলেছিলেন, ‘অ্যাশ সম্পর্কে কথা বলতে গেলে... ও নিজের এই সিদ্ধান্তের বিষয়ে খুব নিশ্চিত ছিল। পার্থে এসে আমি শুনেছিলাম এটা। অবশ্যই টেস্ট ম্যাচের প্রথম তিন-চার দিন আমি সেখানে ছিলাম না। কিন্তু তখন থেকেই এটা ওর মাথায় এটা ছিল। স্পষ্টতই এর পিছনে অনেক কিছু রয়েছে; আমি মোটামুটি নিশ্চিত, অ্যাশ যখন তৈরি থাকবে, তখন সে নিজেই এর জবাব দিতে পারবে।'
উল্লেখ্য, রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে মোট ১০৬টি টেস্ট খেলেছেন। ২০০ ইনিংসে বল করে ৫৩৭টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৭ বার। টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন ৮ বার। ম্যাচের তাঁর সেরা বোলিং পারফরম্যান্স ৫৯ রানে ৭ উইকেট। এক টেস্টে তাঁর সেরা পারফরম্যান্স ১৪০ রানে ১৩ উইকেট। অশ্বিন টেস্টে ১৫১টি ইনিংসে ব্যাট করে ৩৫০৩ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৬টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ১৪টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১২৪ রানের।