বিজয় মার্চেন্ট ট্রফিতে শতরান করল ভারতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের কনিষ্ঠ ছেলে অনভয়। শুক্রবার সে কর্ণাটকের হয়ে তার প্রথম সেঞ্চুরিটি করল। জুনিয়র দ্রাবিড়ের শতরান কর্ণাটককে প্রথম ইনিংসে লিড নিতে সাহায্য করে। যদিও শেষ পর্যন্ত অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতার ম্যাচটি ড্র হয়ে যায়। প্রথম ইনিংসে লিডের কারণে ৩ পয়েন্ট পায় কর্ণাটক। সাধারণত উইকেট-রক্ষক হিসেবে খেলে অনভয়। এদিন ৪ নম্বরে ব্যাট করতে আসে সে। ১৫৩ বল খেলে ১০টি চার এবং দুটি ছক্কার সাহায্যে ১০০ রানে অপরাজিত ছিল দ্রাবিড় পুত্র। ঝাড়খণ্ডের ৩৮৭ রানের জবাবে কর্ণাটক একটি দুর্দান্ত শুরু করেছিল, ওপেনার আর্য গৌড়া এবং অধিনায়ক ধ্রুব কৃষ্ণান জুটিতে ২২৯ রান করেছিল,সেঞ্চুরি করে দু’জনই।
গত সপ্তাহ থেকে শুরু হয়েছে বিজয় মার্চেন্ট ট্রফি। এটি প্রতিযোগিতায় অনভয়ের তৃতীয় ইনিংস ছিল। এর আগের দুটি ইনিংসে একটি অর্ধশতক সহ ৭৫ রান করেছিল সে। গত বছর, অনূর্ধ্ব ১৪ বয়স ভিত্তিক টুর্নামেন্টে কর্ণাটকের অধিনায়ক মনোনীত হয়েছিল অনভয়। ২০২০ সালে অনভয় BTR শিল্ড অনূর্ধ্ব-১৪ গ্রুপ I-এর সেমিফাইনালে একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি করার পরে শিরোনামে উঠে এসেছিল৷ সেবার শতক থেকে মাত্র ১০ রান দূরে আউট হয়ে গিয়েছিল সে ৷
অনভয়ের বড় ভাই, সমিত কর্ণাটকের হয়ে বছরের পর বছর বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে সফলভাবে প্রতিনিধিত্ব করেছেন। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ এর বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের জন্য সমিতকে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে ডাকা হয়েছিল। প্রথমে দল ঘোষণা করার সময় তাঁর নাম থাকলেও চোটের কারণে ওডিআই ম্যাচ খেলতে পারেননি তিনি। এরপর টেস্ট ম্যাচও মিস করেন সমিত। মূলত হাঁটুর চোটের কারণে পুরো সিরিজে খেলতে পারেননি তিনি। প্রাক্তন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের পুত্র সমিতের জন্য এটাই শেষ সুযোগ ছিল অনূর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করার।