ভারতের মাটিতে এক যুগ পর অবশেষে শতরানের দেখা পেলেন কিউয়ি ব্যাটার। ২০১২ সালে শেষবার ভারত সফরে এসে কিউয়িদের কোনও ব্যাটার টেস্টে শতরান করেছিলেন। সেই নজির ছিল রস টেলরের। এবার সেই তালিকায় নাম তুললেন বাঁহাতি ব্যাটার রাচিন রবীন্দ্র। তাঁর দুরন্ত পারফরমেনসেই প্রথম টেস্টে চালকের আসনে বসে নিউজিল্যান্ড।