অভিযোগ নয়, বরং অনুযোগ বলা চলে। তবে সেটাও সোশ্যাল মিডিয়ায়। শততম টেস্টের আগে রবিচন্দ্রন অশ্বিনের আচরণে হতাশা প্রকাশ করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ। এক্ষেত্রে প্রচ্ছন্নভাবে প্রাক্তনদের প্রতি অশ্বিনের শ্রদ্ধার অভাব রয়েছে বলেও ইঙ্গিত করেন শিবরামকৃষ্ণণ।
বৃহস্পতিবার থেকে ধরমশালায় শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচটি হতে চলেছে রবিচন্দ্রন অশ্বিনের কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ। ১০০ টেস্ট খেলা যে কোনও ক্রিকেটারের অসামান্য কৃতিত্ব সন্দেহ নেই। এমন মাইলস্টোন ছোঁয়ার আগে অশ্বিনকে আগাম শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন শিবরামকৃষ্ণণ। প্রাক্তন তারকার দাবি, তিনি চেষ্টা করেও অশ্বিনের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
যদিও এক্ষেত্রে শিবরামকৃষ্ণণ এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, অশ্বিন সচেতনে তাঁকে এড়িয়ে গিয়েছেন। কেননা একাধিকবার ফোন করার পরেও নাকি অশ্বিন তাঁর ফোন কেটে দিয়েছেন। মেসেজ করেও তিনি কোনও রিপ্লাই পাননি রবিচন্দ্রনের কাছ থেকে।
শিবরামকৃষ্ণণ টুইটারে অশ্বিনকে নিয়ে একটি পোস্টের প্রতিক্রিয়ায় লেখেন, ‘১০০তম টেস্টের আগে শুভেচ্ছা জানানোর জন্য বেশ কয়েকবার ওকে (অশ্বিনকে) ফোন করেছিলাম। আমার ফোন কেটে দিচ্ছিল। মেসেজও পাঠিয়েছি। তবে কোনও উত্তর নেই। আমরা প্রাক্তন ক্রিকেটাররা এরকমই সম্মান পেয়ে থাকি!’
যদিও পরে আরও একটি টুইটে শিবরামকৃষ্ণণ এটা স্পষ্ট করেন যে, তিনি অশ্বিনের সমালোচনা করছেন না। প্রাক্তন তারকা লেখেন, ‘কেবলমাত্র সংকৃতিবান মানুষজনের কাছ থেকেই সম্মান আশা করা যায়। যাই হোক, আগের টুইটটি ওর সমালোচনা করার জন্য নয়।’
নেটিজেনদের একাংশ অবশ্য শিবরামকৃষ্ণণকে জোর আক্রমণ শানায় সোশ্যাল মিডিয়ায় অশ্বিনকে নিয়ে করা তাঁর আগের কিছু মন্তব্য তুলে ধরে। অতীতে শিবরামকৃষ্ণণ মন্তব্য করেছিলেন যে, ভারতের অর্ডারি পিচে বল করেন বলেই নাকি অশ্বিন এত উইকেট পান। না-হলে সেনা দেশগুলিতে অশ্বিনের পারফর্ম্যান্স মোটেও ভালো নয়। এমনকি প্রাক্তন তারকাকে এমন মন্তব্য করতেও দেখা গিয়েছে যে, এমন কারচুরি করা পিচে অশ্বিনের বদলে নির্বোধরা বল করলেও উইকেট তুলে নিতে অসুবিধা হবে না।
আরও পড়ুন:- Ranji Trophy 2024: ফের রঞ্জি ফাইনালে একই রাজ্যের ২টি দল, ফিরল ৫৩ বছর আগের ইতিহাস
সুতরাং নেটিজেনদের দাবি, অতীতে যাঁর এমন তীব্র সমালোচনা করেন শিবরামকৃষ্ণণ, তাঁর কাছ থেকে সৌজন্য আশা করেন কীভাবে! উল্লেখ্য, রবিচন্দ্রন অশ্বিন চলতি সিরিজেই টেস্ট কেরিয়ারে ৫০০ উইকেটের মাইলস্টোন টপকে গিয়েছেন। এবার ভারতের ১৪তম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট ম্যাচে মাঠে নামতে চলেছেন তিনি।