ভারত তাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র সব ম্যাচ দুবাইয়ে খেলবে। কিন্তু বর্তমানে সেই উত্তেজনার ঢেউ পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। ভক্তেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মুহূর্তটির জন্য, যখন অধিনায়ক রোহিত শর্মা টস করতে মাঠে নামবেন। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র জ্বর পুরো দমে ছড়িয়ে পড়েছে!
পিচ নিয়ে আলোচনা তুঙ্গে
এই উত্তেজনার মাঝে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হল দুবাইয়ের পিচ। কেমন আচরণ করবে দুবাইয়ের উইকেট? যদি রোহিত শর্মা টস জেতে, তবে ব্যাটিং নাকি বোলিং নেওয়া উচিত? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ২০ ফেব্রুয়ারি, কিন্তু তার আগেই জল্পনা তুঙ্গে উঠেছে।
জানুয়ারিতে ILT20-3 মরশুমের সময় TimesofIndia.com-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ কিউরেটর ম্যাথিউ স্যান্ডেরি জানান, কোনও দল এমনকি ভারতও তাদের কাছে বিশেষ কোনও নির্দেশনা দেয়নি। তিনি আরও নিশ্চিত করেন যে, পিচে ধারাবাহিক বাউন্স থাকবে।
আরও পড়ুন … Champions Trophy 2025: গিলকে কেন দলের সহ-অধিনায়ক করা হয়েছে? আসল কারণ জানালেন রোহিত শর্মা
গ্রুপ পর্বের লড়াই
ভারত রয়েছে গ্রুপ ‘এ’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের অভিযান। এরপর ২৩ ফেব্রুয়ারি হবে বহু প্রতীক্ষিত ভারত বনাম পাকিস্তান মহারণ, আর ২ মার্চ ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।
কী বললেন দুবাই স্টেডিয়ামের পিচ কিউরেটর ম্যাথিউ স্যান্ডেরি?
স্যান্ডেরি বলেন, ‘আমরা এখন সত্যিই ভালো অবস্থানে আছি। আমাদের কিছু গোপন কৌশল রয়েছে, যা এখনই প্রকাশ করতে চাই না। এই বছর শুরুতে মেয়েদের বিশ্বকাপ আয়োজন করেছিলাম, যা আমাদের উইকেট উন্নত করতে সাহায্য করেছে। আমরা দারুণ এক টুর্নামেন্ট উপহার দিতে চাই।’
আরও পড়ুন … ভিডিয়ো: সচিনের ব্যাট দিয়েই ঐতিহাসিক ৩৭ বলে শতরান করেছিলেন আফ্রিদি! বড় রহস্য ফাঁস করলেন পাক তারকা
তিনি আরও যোগ করে বলেন, ‘পিচ নিয়ে কোনও নির্দিষ্ট নির্দেশনা নেই। আমরা দুবাইয়ের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানানসই সেরা উইকেট তৈরি করব। এখানে ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মতো দল আসছে, যা আমাদের রোমাঞ্চিত করছে। ভারত বাম পাকিস্তানের মতো বড় ম্যাচের জন্য একজন অস্ট্রেলিয়ান কিউরেটর হিসেবে আমি খুবই উচ্ছ্বসিত।’
উইকেট কেমন হবে?
স্যান্ডেরি আশ্বাস দেন, ‘আমরা সেই সময়ের সেরা উইকেট প্রস্তুত করব। নিশ্চিত করব যে উইকেট ও বাউন্স যেন ধারাবাহিক থাকে। আমরা চাই ব্যাটসম্যানরা আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করতে পারেন, যাতে চার-ছয় বেশি হয় এবং গ্যালারি দর্শকে ভরে ওঠে। তাই, আমরা তেমন কিছু পরিবর্তন করছি না, শুধু দুবাইয়ের জন্য সেরা উইকেট তৈরি করব।’
দুবাইয়ে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের স্মৃতি
ভারত শেষবার ২০২২ এশিয়া কাপে দুবাইয়ে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল, যেখানে দুইবার মুখোমুখি হয় দুই দল। প্রথমবার গ্রুপ পর্বে ভারত ৫ উইকেটে জয় পেলেও, সুপার ফোর পর্বে পাকিস্তান একই ব্যবধানে জয় তোলে। তবে এশিয়া কাপটি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের, আর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ৫০ ওভারের ফরম্যাট।
আরও পড়ুন … WPL 2025: শেফালি-ল্যানিং-সাদারল্যান্ডের ঝোড়ো ব্যাটিং, UP Warriorz-কে ৭ উইকেটে হারিয়ে ২ নম্বরে উঠল DC
শিশির কতটা প্রভাব ফেলবে?
স্যান্ডেরি ব্যাখ্যা করেন, ‘অবশ্যই, সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া অনন্য। আমাদের স্টেডিয়ামের ছাদ কাঠামোর জন্য বেশিরভাগ অংশ ছায়ায় থাকে। সূর্যের আলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এটি সকাল থেকে দুপুর পর্যন্ত উইকেটের উপর আলাদা প্রভাব ফেলে। স্বাভাবিকভাবেই, পুরো ম্যাচ জুড়ে পিচের আচরণ বদলাবে। ব্যাটসম্যান ও বোলারদের এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।’