শুভব্রত মুখার্জি: দীর্ঘ দিন বাদে পাকিস্তান আয়োজন করতে চলেছে কোনও আইসিসি টুর্নামেন্ট। ২০২৫ সালে পাকিস্তানেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেই আসরে ভারত খেলবে কিনা, তা নিয়ে এখনও কোন নিশ্চয়তা নেই। কারণ দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। ফলে দীর্ঘ দিন ধরে দুই দেশের মধ্যে হয় না কোন দ্বিপাক্ষিক সিরিজ। একমাত্র আইসিসি আয়োজিত ট্রফিতেই একে অপরের মুখোমুখি হয় দুই দল। তাই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ২০২৫ সালে পাকিস্তানে যাবে কিনা, তা নিয়ে জল্পনা রয়েই গিয়েছে। বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে পিসিবিও। তাই পিসিবির তরফে জানানো হয়েছে যে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যে পাকিস্তান আসবেই, সেই বিষয়ে নিশ্চয়তা দিতে হবে বিসিসিআই-কে।
আরও পড়ুন: IPL-এ ভালো খেললে, T20 WC-এর দরজা খুলে যাবে পন্তের জন্য- জানিয়ে দিলেন BCCI সচিব জয় শাহ
সদ্য পিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মহসিন নাকভি। আর তার পরেই বিষয়টি নিয়ে সচেষ্ট হয়েছেন তিনি। তিনি চান, বিসিসিআইয়ের তরফে যাতে সচিব জয় শাহ এই বিষয়টি (ভারতের অংশগ্রহণ) নিশ্চিত করেন। সামনের সপ্তাহে দুবাইতে অনুষ্ঠিত হবে আইসিসির বৈঠক। সেই বৈঠকেই এই দাবি তোলা হবে পিসিবির তরফে। তবে এখনও বিষয়টি নিয়ে খুব বেশি দূর কোনও পক্ষ যে এগোতে পারবে না, তা আগে থেকে হলফ করে বলা যায়। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়ার কথা রয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষ হবে মার্চে।বাকি সব ক্রিকেট খেলিয়ে দেশ যে পাকিস্তানে খেলতে যাবে, তা নিশ্চিত। তবে ভারতের বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। ভারত সরকার খেলার ছাড়পত্র দিলে, তবেই ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে।
আরও পড়ুন: ধোনির জায়গায় রোহিতকে CSK-এর অধিনায়ক চান ভারতের প্রাক্তনী
প্রসঙ্গত এই পাকিস্তানে, ভারতের খেলতে যাওয়া নিয়ে সাম্প্রতিক সময়ে কম জলঘোলা হয়নি। গত এশিয়া কাপের আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। তবে ভারত, পাকিস্তানে খেলতে যেতে রাজি না থাকার কারণে বাধ্য হয়েই টু্র্নামেন্ট যৌথ ভাবে আয়োজন করতে হয়েছিল পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে। গত বছরের সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে এবার আগে থেকেই কোমর বেঁধে নামতে চাইছে পিসিবি। তারা চায় না, এশিয়া কাপের 'হাইব্রিড' মডেলের যাতে পুনরাবৃত্তি হয়। পিসিবির এক সূত্র মারফৎ জানানো হয়েছে, তাদের সব থেকে বড় চিন্তা ভারত তাদের দলকে আদৌ পাকিস্তানে ক্রিকেট খেলতে পাঠাবে কিনা! তবে এটা যেহেতু আইসিসির ইভেন্ট ফলে একটা সুযোগ থাকছেই। কারণ গত বছর ওডিআই বিশ্বকাপে খেলতেও পাকিস্তান দল ভারতে এসেছিল। এই জায়গাটি তুলে ধরেই নাকভি চাইছেন, আইসিসি এবং বিসিসিআইকে বোঝাতে, যাতে করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে আসে ভারত।