চোট পেয়ে চ্যাম্পিয়নস ট্রফি থেকেও ছিটকে পড়লেন পাকিস্তান দলের তারকা ক্রিকেটার। তিন ফরম্যাটেই পাক শিবিরের নিয়মিত সদস্য ছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির আগেই বড় ধাক্কা খেল আয়োজক দেশ, সেই কারণে চলে পরে গেলেন কোচ আকিব জাভেদ।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন সইম আয়ুব-
পাকিস্তানের মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ ক্রিকেটার সইম আয়ুব। তিনি গোটা চ্যাম্পিয়নস ট্রফি থেকেই ছিটকে গেলেন গোড়ালিতে চোটের জন্য। কদিন আগেই পাকিস্তানের হতে ম্যাচ খেলতে গিয়ে চোট পান তিনি। পিসিবির চেয়ারম্যান মোহসিন নকভি জানিয়েছেন স্কোয়াডে রাখা যাচ্ছে না এই প্রতিভাবান তরুণ ক্রিকেটারকে।
কেপ টাউন টেস্টে চোট পান
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের সময় গোড়ালিতে চোট লাগে বাঁহাতি এই ব্যাটারের। এরপর পরীক্ষা করে দেখা যায় তার চোট গুরুতর। পায়ের হাড়ে চিড় ধরেছে, ফলে আসন্ন আইসিসি ইভেন্টে খেলা হচ্ছে না তার। বর্তমানে লন্ডনে রয়েছেন আয়ুব।
ঝুঁকি নিতে চাইছে না পিসিবি
পিসিবি চেয়ারম্যান জানাচ্ছেন আগামী কয়েকদিনের মধ্যেই আয়ুবের প্লাস্টার কেটে দেওয়া হবে। তবে ভবিষ্যতের কথা মাথা রেখে তাকে খেলানোর ঝুঁকি নেবে না পাক শিবির। চিকিৎসকদের সঙ্গে ব্যক্তিগতভাবেও আয়ুবের চোট নিয়ে কথা বলছেন মোহসিন নকভি। দলের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় ঝুঁকি না নিয়ে তার ফুল ফিট হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করবে পিসিবি।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বাকি পাকিস্তান দলের
এদিকে এখনও পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেনি পাকিস্তান। বাকি সব দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা হলেও পিসিবি অপেক্ষা করছি সইম আয়ুবের আপডেটের জন্য। তিনি খেলবেন না বুঝে যাওয়ায় দিন কয়েকের মধ্যেই স্কোয়াড ঘোষণা করে দিতে পারে পিসিবি।
আইসিসির বর্ষসেরা একদিনের দলেও স্থান পেয়েছিলেন পাকিস্তানের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তিনি দক্ষিণ আফ্রিকায় চোট পাওয়ার আগে ওডিআইতে দুটি শতরান করেছিলেন। ফলে ছন্দে থাকা ক্রিকেটারকেই হারাল পাকিস্তান। তার চোটের জন্য দলে ফেরার রাস্তা পরিষ্কার হয়ে গেল ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে শতরান করা ফখর জামানের।