চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার মহিলাদের ওডিআই বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডের আয়োজন করতে চলেছে পাকিস্তান। চলতি মাসের শেষের দিকে প্রকাশ করা হবে ক্রীড়াসূচি। এই বছর মেয়েদের ওডিআই বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। তবে কোয়ালিফাই রাউন্ডের ম্যাচ আয়োজিত হবে পাকিস্তানে। সেখানে মোট ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। খেলবে পাকিস্তান, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং থাইল্যান্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে যে ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যোগাযোগ রেখে ক্রীড়াসূচি তৈরি করার উপর কাজ করা হচ্ছে।
১১ এপ্রিল থেকে শুরু হতে চলা পাকিস্তান সুপার লিগের কথা মাথায় রেখে ভেন্যু হিসাবে ৩টি শহরকে বেছে নেওয়া হয়েছে। রয়েছে করাচি, মুলতান এবং ফয়সালাবাদ। ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার পর আরও এক আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পিসিবি। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পাকিস্তানে হচ্ছে না। কারণ ফাইনালে ভারত উঠেছে। যদিও সেই খবরটা আসার আগেই আইসিসি বড় দায়িত্ব দিয়েছে।
প্রথমবার পাকিস্তানের মাটিতে মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে। পাকিস্তান আশাবাদী যে তারা টুর্নামেন্টের মূলপর্বে জায়গা করে নেবে। এক পিসিবি আধিকারিক বলেছেন, ‘এটা আমাদের জন্য বড় ব্যাপার। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আরও একটা আইসিসি ইভেন্ট আয়োজিত করতে চলেছি।’
উল্লেখ্য, ৪ এপ্রিল শুরু হবে কোয়ালিফাই রাউন্ড। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। কোয়ালিফাই রাউন্ডে মোট ৬টি দল খেলবে। যাদের মধ্যে ২টি দল মূলপর্বে পৌঁছাবে। এক্ষেত্রে পাকিস্তান যদি কোয়ালিফাই করে তবে আইসিসিকে আলাদা ভেন্যু খুঁজতে হবে এবং সূচিও সেইভাবে তৈরি করতে হবে। কারণ যেহেতু ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি, তাই তারাও ২০২৭ পর্যন্ত ভারতে আয়োজিত কোনও আইসিসি ইভেন্ট খেলতে আসবে না। মহিলাদের ওডিআই বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে এ বছরের অক্টোবর মাসে। ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ইতিমধ্যেই মূলপর্বে জায়গা করে নিয়েছে।
এখন দেখার টুর্নামেন্টের মূলপর্বে জায়গা করে নিতে পারে কিনা পাকিস্তান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক রাশ হতাশা হাতে লেগেছে তাদের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে খেলতে নেমে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় মহম্মদ রিজওয়ানদের। ৩ ম্যাচের দুটিতে হার হয় তাদের। একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। তবে পিসিবি আশাবাদী যে ছেলেরা ব্যর্থ হলেও মেয়েরা ভালো খেলবে এবং উইমেন্স ওডিআই বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেবে।