Mohammed Shami took regular injections: সদ্য সমাপ্ত ২০২৩ ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলার হয়েছিলেন মহম্মদ শামি। ভারতের এই তারকা পেস বোলার ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলেন। এরপরে সকলেই শামির লড়াইকে ও পারফরমেন্সকে কুর্নিশ জানিয়েছিলেন। তবে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে এবং সেই দলে জায়গা হয়নি মহম্মদ শামির। আসলে চোটের কারণে খেলছেন না মহম্মদ শামি। সেই সঙ্গে মহম্মদ শামির ফিটনেস সংক্রান্ত বড় তথ্য বেরিয়ে আসছে। পিটিআই-এর মতে, মহম্মদ শামি বিশ্বকাপের ম্যাচের সময় ব্যথার সঙ্গে লড়াই করছিলেন, কিন্তু ব্যথার ইঞ্জেকশন নিয়ে তিনি নিজের খেলা চালিয়ে যান।
বিশ্বকাপের ম্যাচ চলাকালীন একটানা ইনজেকশন নিতেন মহম্মদ শামি
মহম্মদ শামির সঙ্গে বাংলার হয়ে খেলা একজন ক্রিকেটার পিটিআইকে বলেছেন যে ফাস্ট বোলারের বাম হিলের সমস্যাটি পুরানো। খুব কম লোকই এই বিষয়ে জানেন। তিনি বলেছিলেন যে মহম্মদ শামি বিশ্বকাপের ম্যাচ চলাকালীন ব্যথায় ভুগছিলেন, কিন্তু এই ব্যথা থেকে মুক্তি পেয়ে ম্যাচ খেলার জন্য তিনি একটানা ইঞ্জেকশন নিতে থাকেন। এভাবেই বিশ্বকাপে খেলতে থাকেন মহম্মদ শামি।
মহম্মদ শামির এক প্রাক্তন সতীর্থ সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ‘বাঁ পায়ের গোড়ালিতে দীর্ঘ দিন ধরেই চোট শামির। অনেকেই এটা জানে না যে, বিশ্বকাপের সময় নিয়মিত ইঞ্জেকশন নিত ও। সেই ভাবেই গোটা প্রতিযোগিতা খেলেছিল। এটা বুঝতে হবে যে, বয়স বাড়লে যে কোনও চোট সারতে বেশি সময় লাগে।’ দক্ষিণ আফ্রিকা সফরে না পাওয়া গেলেও আশা করা হচ্ছে, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে শামিকে পাওয়া যাবে।
মহম্মদ শামির জায়গায় সুযোগ পেলেন প্রসিধ কৃষ্ণা
একই সঙ্গে বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে টিম ইন্ডিয়ার হয়ে খেলছেন না মহম্মদ শামি। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ টেস্ট ম্যাচের সিরিজ চলছে। এই সিরিজের প্রথম টেস্টে টিম ইন্ডিয়াকে সহজেই হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। মহম্মদ শামির জায়গায় প্লেয়িং ইলেভেনে রাখা হয়েছে প্রসিধ কৃষ্ণাকে। কিন্তু প্রসিধ কৃষ্ণা প্রত্যাশা পূরণ করেননি। সেঞ্চুরিয়ন টেস্টে ২০ ওভার বল করেছিলেন প্রসিধ কৃষ্ণা। যেখানে ৪.৭ ইকোনমিতে ৯৩ রান খরচ করেছিলেন তিনি। কিন্তু মাত্র ১ উইকেট শিকার করেছিলেন তিনি। ম্যাচ শেষে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, ‘আমাদের বোলারেরা চেষ্টা করেছে। ওদের মধ্যে অনেকেই প্রথম বার এখানে বল করল। আমি তাই ওদের ভুল ধরব না।’ তবে এই সময়ে শামির অভাব বেশ বুঝতে পেরেছে টিম ইন্ডিয়া।