গুজরাট টাইটান্সের বোলার মহম্মদ সিরাজ বৃহস্পতিবার আইপিএলের ম্য়াচের সময় টানা স্লেজিং করে যাচ্ছিলেন লখনউ সুপার জায়ান্টের ভাইস ক্যাপ্টেন নিকোলাস পুরানকে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হয়েছিল গুজরাট ও লখনউ। সেই ম্যাচে শক্তিশালী গুজরাটকে হারিয়ে চমক দেয় ঋষভ পন্তের এলএসজি।
এই ম্যাচেই নিকোলাস পুরান অপরাজিত অর্ধশতরান করে দলকে বড় স্কোরে নিয়ে যান। যদিও মাঝে তাঁর অফ ফর্ম থাকায় LSG আগেই শিরোপা জয়ের দৌড় থেকে ছিটকে গেছিল। লিগের ফাস্ট বয়দের বিপক্ষে লখনউ তুলেছিল ২৩৬ রান। তবে এই ম্যাচেই মহম্মদ সিরাজ টানা স্লেজিং করতে থাকেন নিকোলাস পুরানকে, যা নিয়ে কড়া জবাব দেন ক্যারিবিয়ান তারকা।
পুরানের সঙ্গে সিরাজের ঝামেলা
প্রথম ইনিংসের ১৬তম ওভারে মহম্মদ সিরাজ তৃতীয় বলটি করার পর পুরানকে উত্যক্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু পুরান তাতে পাত্তা না দিয়ে মিচেল মার্শের কাছে চলে যান কথা বলতে। সিরাজ এতটাই বাড়াবাড়ি করে ফেলেছিলেন, যে আম্পায়াররা এগিয়ে গিয়ে সিরাজকে তখনকার মতো থামান। এরপর ফের একবার পুরানকে বিরক্ত করার জন্য সিরাজ স্লেজিং করেন, যদিও পুরান তাতেও কর্ণপাত করেননি।
সিরাজকে যোগ্য জবাব ক্যারিবিয়ান তারকার
সব সময়ই বলা হয়ে থাকে, রাগের সময় মাথা ঠান্ডা করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। আর সেটাই তিনি সিরাজের বিরুদ্ধে করে দেখিয়েছেন। পঞ্চম বলে এরপর পুরান ডিপ মিড উইকেটের ওপর থেকে ছয় মারেন, যা দেখে সিরাজ এরপর চুপ করে চলে যান। যা দেখে ধারাভাষ্যকার সাইমন ডুলকে বলতে শোনা যায়, ‘এবার কিছু বলার নেই ওর? ’। পুরান হাসি মুখেই সেই শটটি উপভোগ করেন।