ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বলা হয়, কিন্তু এই বছরের টুর্নামেন্টের ৭৪টি ম্যাচে একবারও কোনও ম্যাচ সুপার ওভারে পৌঁছায়নি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র তৃতীয় ম্যাচেই এমনটা দেখা গেল। ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই হল একটি সুপার ওভার। বার্বাডোজে নামিবিয়া ও ওমানের মধ্যকার এই ম্যাচটি লো স্কোরিং ছিল। এই ম্যাচ টাই হয়েছিল। প্রথমে ব্যাট করে ওমান ১০৯ রান করে এবং নামিবিয়ার দলও মাত্র ১০৯ রান করতে পারে। এইভাবে, ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য একটি সুপার ওভারের আয়োজন করা হয়েছিল, যেখানে নামিবিয়া জিতে যায়।
আরও পড়ুন… ISIS-এর চোখরাঙানি, কিন্তু কোহলি-রোহিতদের চলাফেলার ওপর অত্যাধিক নিষেধাজ্ঞা নেই আমেরিকায়
সুপার ওভারের ইতিহাস কী-
জেনে অবাক হবেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ১২ বছর পর সুপার ওভার হয়েছে। শেষবার ম্যাচের ফল সুপার ওভারে হয়েছিল ২০১২ সালে। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার ম্যাচটি সুপার ওভারে পরিণত হয়েছিল। দুটি ম্যাচই ছিল সুপার এইটের। আশ্চর্যের বিষয় হল দুটি ম্যাচেই একটি দল ছিল নিউজিল্যান্ড। দুই ম্যাচেই হারের মুখে পড়ে নিউজিল্যান্ড। ম্যাচ টাই হয়েছে মাত্র চারবার। ২০০৭ সালে, টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত বনাম পাকিস্তান ম্যাচটি টাই ছিল। ওই ম্যাচে বল আউটের মাধ্যমে ম্যাচের ফল নির্ধারিত হয়।
আরও পড়ুন… রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, পরের সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা! সামনে এল বড় আপডেট
সুপার ওভারে নামিবিয়া ব্যাট করে কেমন খেলে-
নামিবিয়া বনাম ওমান টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার ওভার সম্পর্কে কথা বলতে গিয়ে, নামিবিয়ান দল প্রথমে ব্যাট করেছিল। ব্যাট করতে নামেন অধিনায়ক গেরহার্ড ইরাসমাস ও ডেভিড ভিসা। বিলাল খান বোলিংয়ের দায়িত্ব নিলেও প্রথম বলে একটি চার, দ্বিতীয় বলে একটি ছক্কা, তৃতীয় বলে দুই এবং চতুর্থ বলে এক রান নেন ডেভিড ভিসা। এরপর শেষ দুই বলে দুটি চার মারেন ক্যাপ্টেন ইরাসমাস। এভাবে ওভারে মোট ২১ রান সংগ্রহ করে নামিবিয়া।
আরও পড়ুন… T20 WC 2024 WI vs PNG: আমরা আমাদের ৬০-৭০ শতাংশ ক্রিকেট খেলেছি- কেন এমন বললেন রোভম্যান পাওয়েল?
কেমন হয়েছিল ম্যাচের শেষ ওভার-
ওমানের হয়ে ব্যাট করতে নামেন জিশান মাকসুদ ও নাসিম খুশি। বোলিংয়ের দায়িত্ব নেন ডেভিড ভিসা। প্রথম বলে কোনও রান হয়নি। পরের বলে দুই রান এবং তৃতীয় বলে বোল্ড হন খুশি। এভাবেই দলের হয়ে শেষ হয় ম্যাচ। পঞ্চম বলে ব্যাট করতে আসেন ওমানের অধিনায়ক আকিব ইলিয়াস। তিনি এই বলে এক রান নেন এবং শেষ বলে ছক্কা হাঁকালেও ম্যাচ জিতে নেয় নামিবিয়া। ডেভিড ভিসার কারণেই ম্যাচটি সুপার ওভারে পৌঁছেছিল। কারণ শেষ বলে তিনি একটি রানও করতে দেননি। এভাবেই এই ম্যাচে জয়ের নায়ক ছিলেন তিনি।