'ফাইনাল পাকিস্তানে হবে না, পাকিস্তানও নেই ফাইনালে'- আকাশ চোপড়ার সেই মন্তব্যে কার্যত আগুন জ্বলল পড়শি দেশের সোশ্যাল মিডিয়ায়। ভারতের প্রাক্তন ক্রিকেটারকে তুমুল আক্রমণ শানালেন পাকিস্তানের নেটিজেনরা। নিশানা করা হল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকেও (আইসিসি)। তাঁরা দাবি করলেন যে রাজনীতি করে পাকিস্তান থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল সরিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান আয়োজক দেশ হলেও দুটি নক-আউট ম্যাচ (সেমিফাইনাল ও ফাইনাল) এবং তিনটি গ্রুপ ম্যাচ খেলা হল দুবাইয়ে। একটি মাত্র নক-আউট ম্যাচ জুটেছে পাকিস্তানের কপালে।
আর পুরো বিষয়টি নিয়ে যে এত হইচই চলছে, সেটার সূত্রপাত হয়েছিল সোমবার। সেদিন ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, 'ভারত এবং অস্ট্রেলিয়ার সেমিফাইনালে তাজা পিচ ব্যবহার করা হবে। যত বেশি আমরা পালটাব, তত আমরা একই থাকব - সেই শব্দবন্ধের অর্থ বুঝতে পারবেন। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পুরো স্কোয়ার অংশটা শুষ্ক এবং সেখানে ঘাস নেই। তাই একটু ডানদিক বা বাঁ-দিকে সরে গেলে বড় কিছু পরিবর্তন হবে না। চিন্তা না করে আরামসে শুয়ে পড়ো।'
‘লাহোরে ফাইনাল হবে', বলেছিলেন পাকিস্তানের ফ্যান
আর সেই টুইটের প্রত্যুত্তরে পাকিস্তানের এক নেটিজেন বলেন, ‘লাহোরে খেলা হবে (আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির) ফাইনাল।’ অর্থাৎ ইঙ্গিতটা স্পষ্ট ছিল। অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হেরে যাবে ভারত। আর ভারত ফাইনালে না ওঠায় ফাইনাল হবে পাকিস্তানের লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। কিন্তু সেই আশা পূর্ণ হয়নি। বরং ফাইনালে উঠে গিয়েছে ভারত। স্বভাবতই লাহোরের হাত থেকে ফাইনাল বেরিয়ে গিয়েছে। ফাইনাল হবে দুবাইয়ে।
‘দোস্ত' সম্বোধন করে পালটা খোঁচা আকাশের
তারপরই ওই পাকিস্তানি নেটিজেনের টুইটটা রিটুইট করে ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার বলেন, ‘দোস্ত….না পাকিস্তানে (আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির) ফাইনাল হবে। না পাকিস্তান ফাইনালে থাকবে। জয় হিন্দ।’
‘তুইতোকারি’ করে আকাশকে ব্যক্তিগত আক্রমণ শানান পাকিস্তানিরা
যে মন্তব্যের পরই আকাশকে আক্রমণকে শানাতে থাকেন নেটিজেনদের একাংশ। একজন বলেন, 'স্পিনিং ট্র্যাকে একটি মাঠে সব ম্যাচেই সব খেলেছে ভারত। পাচ্ছে বাড়তি সুবিধা. ক্রিকেট আর ভদ্রলোকেদের খেলা নয়।' শুধু তাই নয়, আকাশকে ব্যক্তিগত আক্রমণও শানানো হয়। ‘তুইতোকারি’ করে এক পাকিস্তানি নেটিজেন বলেন, ‘ক্রিকেটার হিসেবে তুই তো জঘন্য ছিলিস। মানুষ হিসেবেও জঘন্য তুই।’ একজন আবার বলেন, '২০২৬ সালে আমরা প্রতিশোধ তুলব।'
আরও পড়ুন: Gambhir on Kohli: রান তাড়ার সময় বিরাট ক্রিজে থাকলে স্পেশাল কিছু মনে হয় না, সবাই এক! দাবি গম্ভীরের
তারইমধ্যে আকাশের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় নেটিজেনরা। তেমনই একজন বলেন, ‘আকাশ ভাই, গদ্দাফি স্টেডিয়ামেই ম্যাচটা হলে ভালো হত। পাকিস্তানে গিয়ে আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা তুলে নিয়ে আসতাম।’ অপর একজন বলেন, ‘ভারত সেমিফাইনালে জিতে শুধু অস্ট্রেলিয়াকে ছিটকে দিল না। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামকেও ছিটকে দিল।’ আরও একজন ভারতীয় নেটিজেন বলেন, 'ফাইনাল যেখানেই হোক না কেন, অস্ট্রেলিয়াকে হারাতে হত। হারিয়ে দিয়েছি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে হবে।'
আর সেই আশা পূর্ণ হবে কিনা, তা বোঝা যাবে আগামী ৯ মার্চ। সেদিন দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নামবে টিম ইন্ডিয়া।