ম্যাঞ্চেস্টারের মাঠে ল্যাঙ্কাশায়ারের হয়ে ব্যাট করতে নেমে সবাইকে অবাক করে দেওয়ার মতোই কাজ করলেন বর্ষিয়ান পেসার টম বেইলি। এমনিতেই এবারে ঘরের মাঠে ল্যাঙ্কাশায়ারের পারফরমেন্স তেমন ভালো নয়, অনেক ম্য়াচই তাঁরা ড্র করে ফেলেছেন। সম্প্রতি তাঁদের ম্যাচ ছিল ঘরের মাঠে গ্লৌসেস্টারশায়ারের বিপক্ষে, সেখানেই বিরল ঘটনা ঘটালেন ল্যাঙ্কাশায়ারের ক্রিকেটার। অবশ্য কোনও খারাপ ঘটনা নয়, বরং মজার ঘটনাই ঘটিয়ে ফেলেছেন তিনি।
ল্যাঙ্কাশায়ারের ব্যাটাররা টপ অর্ডার এই ম্যাচে ভালোই ব্যাটিং করে। প্রথম ইনিংসে তাঁরা ৪৫০ রান তুলে ফেলেন। দলগত ৪০০ রান পেরিয়ে যাওয়ার পর ১০ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন টম বেইলি। ৩৪ বছরপ বয়সী এই সিমার নিজের ৪০০তম উইকেটের থেকে কয়েকধাপ দূরে আছেন, এরই মধ্যে তিনি বিরল ঘটনা ঘটালেন।
ফোন নিয়েই ব্যাটিংয়ে এলেন টম
আসলে ১১৪তম ওভারে জোশ শ-র বিপক্ষে রান নেওয়ার সময়ই পকেটে থেকে মোবাইল ফোনটি মাঠে পড়ে যায় বেইলির। সচরাচর কোনও ক্রিকেটারকেই মাঠে মোবাইল ফোন নিয়ে খেলতে আসতে দেখা যায়না, কিন্তু কাউন্টি ক্রিকেটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন সেই কাজটাই করেছেন এই ইংরেজ পেসার।
ফাইন লেগের দিকে বল খেলে দুই রান নেওয়ার সময় নন স্ট্রাইকার্স এন্ডের দিকে আম্পায়ারের কাছেই তাঁর মোবাইল ফোনটি পড়ে যায়। যা দেখে কমেন্টেটাররা বলে ওঠেন, ‘কিছু একটা পড়ে গেছে মনে হচ্ছে ওর পকেট থেকে, আমার মনে হয় এটা মোবাইল ফোন ’। এরপর ধারাভাষ্যকার আরও বলেন, ‘আমাদের কাছে বিষয়টি মজাদার বলে আমরা হাসছি, তবে এই বিষয়টা কি রিপোর্ট করা হবে? যে ব্যাটার মোবাইল ফোন নিয়েই মাঠে খেলতে এসেছিল ’।