শুভব্রত মুখার্জি:- আইপিএলের ১৭ তম মরশুমের ঢাকে কাঠি ইতিমধ্যেই পড়ে গিয়েছে। ২২ মার্চ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে এই মরশুমের আইপিএল। আইপিএলের চলতি মরশুমে কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলছে এখন। সেই ম্যাচে ব্যর্থ হলেন নীতীশ রানা। যিনি গত মরশুমে শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়ছিলেন। আর এবার মরশুম শুরুর আগেই বিপক্ষ দলগুলোর জন্য কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন। মরশুমে একাই ৬০০ রান করার অঙ্গীকার করেছিলেন। যদিও আজ শেষপর্যন্ত ১১ বলে নয় রান করে আউট হয়ে যান।
১৭ তম মরশুমে নাইটদের প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রতিপক্ষ প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। ওডিআই বিশ্বকাপের শিরোপা জয়ী অধিনায়কের দলের বিরুদ্ধে ম্যাচটা যে সহজ হবে না, তা জানত কেকেআর টিম ম্যানেজমেন্ট। এমন আবহে হায়দরাবাদ ম্যাচ তো বটেই টুর্নামেন্টেও খেলতে নামার আগে সতীর্থদের আশ্বাস দিয়েছিলেন রানা। পাশাপাশি বিপক্ষ দলগুলোকে ও কার্যত সতর্কবার্তা দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার রানা। তিনি দাবি করেছিলেন, তিনি একাই ৬০০ রান করতে পারবেন চলতি টুর্নামেন্টে।
নাইটদের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ নীতীশ রানা। মরশুমের আগেই চোট সারিয়ে ফিরেছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। গত মরশুমে চোটের জন্য গোটা আইপিএলেই পাওয়া যায়নি তাঁকে। ফলে নেতৃত্ব দিয়েছিলেন নীতীশ। এবার নাইটদের শ্রেয়সই নেতৃত্ব দেবেন।
উল্লেখ্য আইপিএলের এক মরশুমে রানার সর্বাধিক রান ৪১৩। গত মরশুমেই তা করেছিলেন রানা। নীতীশ রানা বলেছিলেন, ‘শ্রেয়স ফিট হয়ে দলে ফিরেছে। আশা করি এবার নাইটদের নেতৃত্বের দায়িত্ব নিতে হবে না। যদি এমন পরিস্থিতি আসে, তাহলে আমি প্রস্তুত। প্রত্যেকেই চায় দেশের হয়ে খেলতে। আমি এই মুহূর্তে বর্তমানের কথা বেশি ভাবছি। আমিও টি-২০ বিশ্বকাপে জাতীয় সিনিয়র দলে জায়গা পাওয়ার স্বপ্ন দেখছি। আমি বিশ্বাস করি যে এই বারের আইপিএলে ৬০০ রান করতে পারি। সেটাই আপাতত আমার ব্যক্তিগত টার্গেট রাখব।'