‘নোটবুক সেলিব্রেশন’ করে বিপদে পড়লেন লখনউ সুপার জায়ান্টসের তরুণ বোলার দিগ্বেশ সিং রাঠি। আইপিএল আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দিগ্বেশ সিং রাঠির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল বিসিসিআই। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) আইপিএল আচরণবিধি লঙ্ঘনের কারণে লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর বোলার দিগ্বেশ সিং রাঠির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। মঙ্গলবার একানা স্টেডিয়ামে পঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দিগ্বেশকে তার ‘নোটবুক সেলিব্রেশন’-এর জন্য ম্যাচ ফি-এর ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তাঁকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
দিগ্বেশ সিং রাঠিকে শাস্তি দিল BCCI
BCCI-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘দিগ্বেশ সিং রাঠি, লখনউ সুপার জায়ান্টসের বোলার, আইপিএল আচরণবিধি লঙ্ঘনের কারণে তার ম্যাচ ফি-এর ২৫ শতাংশ জরিমানা গুণতে হবে এবং তার নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।’ দিগ্বেশ আর্টিকেল ২.৫-এর অধীনে লেভেল ১ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন, যা লেভেল ১ লঙ্ঘনের ক্ষেত্রে চূড়ান্ত ও বাধ্যতামূলক।
কী ছিল দিগ্বেশ সিং রাঠির অপরাধ?
ঘটনাটি ঘটে পঞ্জাব কিংসের রান তাড়া করার তৃতীয় ওভারের শেষের দিকে। দিগ্বেশ একটি শর্ট এবং ওয়াইড ডেলিভারি করেন, যা ব্যাটসম্যান প্রিয়াংশ আর্য পুল করতে গিয়ে টপ-এজ করেন। মিড-অন থেকে দৌড়ে এসে শার্দুল ঠাকুর ক্যাচটি ধরে ফেলেন। মাত্র আট রান করে (৯ বলে) আউট হওয়ার পর যখন আর্য প্যাভিলিয়নে ফিরছিলেন, তখন দিগ্বেশ তার দিকে এগিয়ে গিয়ে কাল্পনিকভাবে একটি নোটবুকে নাম লেখার ভঙ্গি করেন, যেটি ক্রিকেট বিশ্ব ‘নোটবুক সেলিব্রেশন’ নামে পরিচিত। আম্পায়াররা এটি খেয়াল করেন এবং তার সঙ্গে কথা বলেন। তার এই সেলিব্রেশন ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের পেসার কেসরিক উইলিয়ামসের করা ‘নোটবুক সেলিব্রেশন’-এর কথা মনে করিয়ে দেয়, যা তিনি বিরাট কোহলিকে আউট করার পর করেছিলেন। তবে পরের ম্যাচেই কোহলি তার বিরুদ্ধে ব্যাট হাতে জবাব দিয়েছিলেন।
সেলিব্রেশন নিয়ে সমালোচনা করেন গাভাসকরও
কিংবদন্তি ক্রিকেট বিশ্লেষক সুনীল গাভাসকর দিগ্বেশের এই সেলিব্রেশনকে ভালোভাবে নেননি। ধারাভাষ্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি বুঝতে পারি যদি ব্যাটসম্যান আগের বলে ছক্কা বা বাউন্ডারি মারার পর বোলার উইকেট পেয়ে সেলিব্রেশন করে। কিন্তু একজন বোলারের ছয়টি বল থাকে। যদি পাঁচটি ডট বলের পর ষষ্ঠ বলে উইকেট পান, আর তখন আপনি এমন কিছু করেন, সেটা অপ্রয়োজনীয় মনে হয়। এসব ইঙ্গিত করে যে আপনি নিজের উইকেট পাওয়ার সম্ভাবনা নিয়েই আত্মবিশ্বাসী ছিলেন না, তাই এখন উইকেট পেয়ে দেখানোর চেষ্টা করছেন।’
আরও পড়ুন … IPL 2025: HCA-র সঙ্গে কাব্য মারানের SRH-এর সব সমস্যা মিটে গেল! স্বাক্ষরিত হল শান্তিচুক্তি
সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন দিগ্বেশ সিং রাঠি
এই সেলিব্রেশনের পরে সোশ্যাল মিডিয়াতে ট্রোল হতে থাকেন দিগ্বেশ সিং রাঠি। তবে ম্যাচ শেষ হওয়ার পরে এর পরিমানটা বেড়ে যায়। আসলে ম্যাচের পরে পঞ্জাব কিংসের তরফ থেকেও দিগ্বেশ সিং রাঠিকে ট্রোল করা হয়।
দিগ্বেশের ভালো পারফরম্যান্স, কিন্তু LSG-এর হতাশাজনক বোলিং
যদিও দিগ্বেশ লখনউ সুপার জায়ান্টসের একমাত্র সফল বোলার ছিলেন, তবু দলের জন্য দিনটি ভালো যায়নি। তিনি ৪ ওভারে ৩০ রান দিয়ে দুটি উইকেট নেন, তবে LSG-এর অন্য কোনও বোলার প্রভাব ফেলতে পারেননি।
আরও পড়ুন … ভিডিয়ো: IPL 2025-এর LSG vs PBKS ম্যাচে রিকি পন্টিংয়ের মন জিতল বল বয়ের এই অসাধারণ ক্যাচ
পয়েন্ট টেবিলে দুই নম্বরে পঞ্জাব
অন্যদিকে, পঞ্জাব কিংসের প্রভসিমরন সিং (৩৪ বলে ৬৯ রান) এবং অধিনায়ক শ্রেয়স আইয়ার (৩০ বলে অপরাজিত ৫২ রান) দুর্দান্ত ব্যাটিং করে ১৬.২ ওভারে ১৭৩ রানের লক্ষ্যে পৌঁছে যান, যা PBKS-কে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে নিয়ে যায়। বর্তমানে PBKS, RCB এবং DC প্রত্যেকে দুটি ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে রয়েছে।