আইপিএল ২০২৫-এর ২৩তম ম্যাচে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স। এদিনের ম্যাচে স্ঞজুর রাজস্থানকে ৫৮ রানের বড় ব্যাবধানে হারাল শুভমনের গুজরাট। ৫৩ বলে ৮২ রানের দুরন্ত ইনিংস খেললেন সাই সুদর্শন। প্রসিধ কৃষ্ণা নিলেন তিন উইকেট। কাজে এল না সঞ্জু-শিমরনের লড়াই। এদিনের ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খেয়েছিল গুজরাট। ৩ বলে মাত্র ২ রান করে জোফ্রা আর্চারের বলে বোল্ড হন গুজরাটের অধিনায়ক শুভমন গিল।
এরপরে দলের হাল ধরেন সাই সুদর্শন ও জোস বাটলার। ৮০ রানের জুটি গড়েন তাঁরা। বাটলার ২৫ বলে ৩৬ রান করে থিকশানার বলে LBW হন। এরপরে শাহরুখ খানকে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান সাই সুদর্শন। ১৫.৪ ওভারে ১৫৬ করে থিকশানার বলে স্টাম্প আউট হন শাহরুখ খান। এরপরে রাদারফোর্ড ছক্কা মেরে ইনিংসের শুরু করে বড় কিছু করতে পারেননি। সন্দীপ শর্মার বলে স্যামসনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। এরপরে ১৮.২ ওভারে ৫৩ বলে ৮২ রান করে তুষার দেশপান্ডের বলে স্যামসনের হাতে ক্যাচ দিয়ে আউট হন সাই সুদর্শন। এই সময়ে দলের স্কোর ছিল ১৮৭/৫ রান।
এরপরে রাহুল তেওয়াটিয়া ও রশিদ খান ইনিংসকে এগিয়ে নিয়ে যান। তবে তুষার দেশপান্ডের বলে নতুন কিছু তকরতে গিয়ে যশস্বী জসওয়ালের হাতে ধরা পড়েন রশিদ খান। রশিদ চার বলে ১২ রান করে সাজঘরে ফিরে যান। স্কোর বোর্ডে ২১৭/৬ রান কর গুজরাট টাইটান্স। ২১৮ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নামে রাজস্থান রয়্যালস।
আরও পড়ুন … ভিডিয়ো: ‘ভুতুড়ে’ আউটের পরেই বাংলাদেশ ক্রিকেটে গড়াপেটার অভিযোগ! শেষ ওভারের নাটকেই লুকিয়ে ফিক্সিং-এর গন্ধ
এদিকে, ২১৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই ধাক্কা খায় রাজস্থান রয়্যালস। মাত্র ১২ রানের মধ্যেই ২ উইকেট হারায় রাজস্থান রয়্যালস। যশস্বী সাত বলে ৬ রান করে আর্শাদ খানের শিকার হন। যশস্বীর ক্যাচটি ধরেন রশিদ খান। এরপরে নীতীশ রানা ব্যাক্তিগত ১ রানে ফেরান মহম্মদ সিরাজ। এরপরে রাজস্থানের ব্যাটিং ইউনিটকে এগিয়ে নিয়ে যান সঞ্জু স্যামসন। প্রথমে রিয়ান পরাগকে সঙ্গে নিয়ে ৬০ রান তোলে। ৬.৪ ওভারে কুলবন্ত খেজরোলিয়া বলে জোস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ১৪ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন রিয়ান পরাগ।
আরও পড়ুন … IPL 2025: ছয়-সাত বছর ধরে ওকে গাইড করছেন গম্ভীর.. কীভাবে প্রিয়াংশর কেরিয়ারকে বদলে দিয়েছেন গৌতি?
এরপরে ব্যর্থ হন ধ্রুব জুরেল। চার বলে পাঁচ রান করে সাজঘরে ফিরে যান। ছয় নম্বরে নামেন শিমরন হেতমায়ের। সঞ্জু স্যামসনের সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান। তবে এবার দলের ১১৬ রানের মাথায় ২৮ বলে ব্যাক্তিগত ৪১ রান করে প্রসিধ কৃষ্ণার বলে সাই কিশোরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান সঞ্জু। এরপর থেকে আর ম্যাচে ফিরতে পারেনি রাজস্থান।
৩২ বলে ৫২ রান করে কিছুটা লড়াই করলেও ১৫.৬ ওভারে প্রসিধ কৃষ্ণার বলে সাই কিশোরের হাতে ক্যাচ দিয়ে আউট হন শিমরন হেতমায়ের। শুভম দুবে ৩ বলে ১ রান করে রশিদ খানের বলে LBW আউট হন। জোফ্রা আর্চার চার বলে চার রান করে প্রসিধ কৃষ্ণার বলে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে সাডঘরে ফিরে যান। তুষার দেশপান্ডেও তিন রান করে আউট হন। এরপরে ম্যাচের রাশ পুরোপুরি গুজরাট টাইটান্সের হাতে চলে যায়। এরপরে ১৯.২ ওভারে থিকশানাকে আউট করেন সাই কিশোর। শেষ পর্যন্ত ১৫৯ রানেই শেষ হয়ে যায় রাজস্থান রয়্যালসের ইনিংস। এর ফলে ৫৮ রানে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় গুজরাট টাইটান্স।