শুভব্রত মুখার্জি: রবিবার বেনোনিতে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দুই প্রতিপক্ষ একে অপরের মুখোমুখি হয়েছে। ভারত মুখিয়ে থাকবে ষষ্ঠবার এই শিরোপা জিততে। ঘটনাচক্রে এর আগে দুবার ২০১২ এবং ২০১৮ সালে ভারতীয় দল ফাইনালে হারিয়েছিল অস্ট্রেলিয়া দলকে। এবারও তাদের লক্ষ্য থাকবে অজিদেরকে হারিয়ে ফাইনাল জয়। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন নমন তিওয়ারি। ভারতের এই যুবা তারকা পেসার ফাইনালে নামার আগে কথা বলেছেন ভারতীয় সিনিয়র দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহর। সিনিয়র 'দাদা' ফাইনালের আগে তাঁকে কী গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন সেই বিষয়ে খোলসা করেছেন নমন তিওয়ারি।
মাত্র ১৮ বছর বয়সী নমন তিওয়ারির স্বপ্ন বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বলটি করার। ক্রিকেট বিশ্বের তারকা পেসারদের বোলিং দেখে শেখার চেষ্টা তিনি করেছেন বলেও জানিয়েছেন নমন। পাশাপাশি তারকা ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহর উপদেশও যে তিনি পেয়েছেন তা জানিয়েছেন নমন। চলতি যুব বিশ্বকাপে ভালো ফর্মে রয়েছেন নমন। তিনি এখনও পর্যন্ত নিয়েছেন ১০টি উইকেটও। গড় মাত্র ১৭.৫০। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি। সেখানেই তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল জসপ্রীত বুমরাহর। সেই সময়েই তাকে গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিয়েছিলেন ভারতীয় তারকা পেসার। যে উপদেশকে কাজে লাগিয়েই চলতি যুব বিশ্বকাপে বাজিমাত করেছেন বলে জানিয়েছেন নমন তিওয়ারি।
লখনউয়ের এই তরুণ পেসার পিটিআই ভাষাকে জানিয়েছেন, ‘বুমরাহ আমাদের কাছে অনুপ্রেরণা। আমি ওঁর বোলিং ভিডিয়ো প্রচুর দেখি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আমি বহুবার ওঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছি। দীর্ঘক্ষণ আলোচনাও হয়েছে আমাদের। একজন বোলারের কী মানসিকতা হওয়া উচিত, কী কী স্কিল হওয়া উচিত সেই বিষয়ে আমাকে দীর্ঘক্ষণ উপদেশ দিয়েছেন তিনি। বিভিন্ন বিষয় আমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন জসপ্রীত বুমরাহ। আমার জন্য এটা খুব উপকার হয়েছে। আমাকে কীভাবে নিখুঁতভাবে ইয়র্কার করতে হবে সেই বিষয়ে জসপ্রীত বুমরাহ অনেক উপদেশ দিয়েছেন। সেই উপদেশ মেনে আমি আমার বোলিংয়ে কাজ করেছি। ওনার উপদেশ মেনে আমি আমার বোলিংয়ে কাজ করেছি। কীভাবে আরও আক্রমণাত্মক বোলিং করা যায় তা চেষ্টা করেছি।’