শুভব্রত মুখার্জি: প্রিয় তারকাকে নিয়ে সারা বিশ্ব জুড়েই ভক্তদের মধ্যে আলাদা উন্মাদনা, উত্তেজনা থাকে। এটা কোনও নতুন ঘটনা নয়। প্রিয় তারকার প্রতি তাদের ভালোবাসা থাকে অগাধ। অনেকে আবার তারকাদের অন্দরমহলে উঁকিঝুঁকি দিতে পছন্দ করেন। তাঁদের স্ত্রী বা গার্লফ্রেন্ডদের প্রতি অনেক সময়েই আলাদা করে ভালোবাসা বা ভালো লাগার বহিঃপ্রকাশ হয় ভক্তদের তরফে। সেই রকম এক ঘটনার সম্প্রতি সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া।
আরও পড়ুন: IPL শেষ হওয়ার আগেই T20 World Cup-এর জন্য বিসিসিআই কিছু প্লেয়ারকে নিউ ইয়র্কে পাঠিয়ে দেবে- রিপোর্ট
অস্ট্রেলিয়ার পুরুষদের সিনিয়র ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্স। গত বছরেই তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া দল জিতেছে ওডিআই বিশ্বকাপ। সেই প্যাট কামিন্সের স্ত্রীকে ভালোবাসার দিনেই ভালোবাসা জাহির করলেন এক ক্রিকেট ভক্ত। আর তাঁকে বেশ সুন্দর এক উত্তর দিয়েছেন প্যাট কামিন্স।
আরও পড়ুন: হার্দিক আর কিষানের জন্য কেন আলাদা নিয়ম, জানা গেল বোর্ড সূত্রে, আপাতত নিরাপদ ইশানের চুক্তি
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। গোটা বিশ্ব জুড়ে এই দিনটি ভালোবাসার দিন হিসেবে পালিত হয়। এই দিনে প্রিয় মানুষ, কাছের মানুষটির প্রতি ভালোবাসা জ্ঞাপন করে থাকেন। সোশ্যাল মিডিয়ার যুগে প্রিয় তারকাদের প্রতি মনের কথা খুলে বলার সুযোগ রয়েছে অনেকটাই বেশি। সেই সুযোগই কাজে লাগান অনেকেই। এমন সুযোগ কাজে লাগিয়ে একজন নেটিজেন কিন্তু সরাসরি প্যাট কামিন্সের স্ত্রীকেই প্রেম প্রস্তাব দিয়ে বসলেন। সেই ভক্তকে যোগ্য জবাবও দিয়েছেন প্যাট কামিন্স।