Kashmir's Pahalgam terrorist attack: কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ক্রিকেট জগত। ভারতীয় ক্রিকেটার শুভমন গিল থেকে প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর সকলেই এই সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন। পার্থিব প্যাটেল থেকে আকাশ চোপড়া সকলেই গর্জে উঠেছেন।
সন্ত্রাসবাদীরা মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় গুলি চালায়, যেখানে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন বলে খবর। যাঁদের অধিকাংশই ছিলেন পর্যটক। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটি উপত্যকায় সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা।
সামাজিক মাধ্যমে এক পোস্টে ভারতের প্রাক্তন উইকেটরক্ষক এবং আইপিএল দল লখনউ সুপার জায়ান্টস-এর সহকারী কোচ পার্থিব প্যাটেল লেখেন, ‘কাশ্মীরে আজ যা ঘটেছে, তা শুনে হতবাক এবং ক্ষুব্ধ। দোষীদের শাস্তি নিশ্চিতভাবেই হবে, তবু এই মুহূর্তে যা ঘটেছে তার ভয়াবহতা এবং ঘটনার পদ্ধতি মনে ভীষণ শূন্যতা তৈরি করেছে। পহেলগাঁওয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি।’
আরও পড়ুন … এত কম ওভার বল করছেন কেন? LSG ম্য়াচ জিতে কী বললেন DC ক্যাপ্টেন অক্ষর প্যাটেল?
গম্ভীর, যিনি একসময় বিজেপি সাংসদ ছিলেন এবং বর্তমানে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ, তিনি লেখেন, ‘প্রাণ হারানো পরিবারদের জন্য প্রার্থনা। যারা এই হামলার জন্য দায়ী, তাদের শাস্তি হবে। ভারত এর জবাব দেবে। #Pahalgam’
গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমন গিল লেখেন, ‘পহেলগাঁওয়ে হামলার খবর শুনে হৃদয়বিদারক লাগছে। নিহতদের এবং তাঁদের পরিবারের প্রতি আমার প্রার্থনা। এমন হিংসার কোনও স্থান আমাদের দেশে নেই।’
আরও পড়ুন … মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ
আরও পড়ুন … কেন ৭ নম্বরে নামলেন ঋষভ? মায়াঙ্ককে কবে খেলাবে LSG? DC ম্যাচ হেরে মুখ খুললেন পন্ত
মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে শ্রীনগরে পৌঁছান এবং মুখ্যমন্ত্রী ওমর আবদউল্লাহ, এলজি, ডিজিপি এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে ঘটনার বিস্তারিত বিবরণ নেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজভবনে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বুধবার হাসপাতালে আহত পর্যটক ও স্থানীয়দের সঙ্গে দেখা করবেন এবং হামলার স্থান পরিদর্শন করবেন। পহেলগাঁওয়ে স্থানীয় বাসিন্দারা পর্যটকদের ওপর এই কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে মোমবাতি মিছিল করেন।