বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া! দেশের মাটিতে জেতা ম্যাচ হারল রোহিত শর্মা ও তাঁর বাহিনী। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ইংল্যান্ড পকেটে তুলে নিল ২৮ রানে। প্রথম ইনিংসে লিড নিয়েও ম্যাচ জিততে পারলেন না রোহিত শর্মারা। চতুর্থ দিনের খেলায় ব্যাটে ও বলে, দুটোতেই দাপট চললো ইংল্যান্ডের। একদিকে যেমন ছিল ওলি পোপের মারকুটে ব্যাটিং। তেমনি অন্যদিকে ছিল টম হার্টলির বিধ্বংসী বোলিং। ১৯৬ রানের একটি লড়াকু ইনিংস খেলার জন্য পোপ হন ম্যাচের সেরা। হার্টলি নেন সাত উইকেট এবং ভেঙে দেন ভারতের ব্যাটিং অর্ডারকে। ম্যাচ শেষে তারকা স্পিনার দাবি করেন যে গোটা দল এই জয় পেয়ে অত্যন্ত খুশি। এখানেই শেষ নয়, হার্টলি আরও বলেন যে দলের কোচ ও অধিনায়ক তাঁর মনের মধ্যে সাহস দেয়, যার জেরে তিনি ভালো পারফর্ম করতে সফল হন।
ম্যাচ শেষে তারকা স্পিনার বলেন, 'এই জয় পেয়ে আমি এবং গোটা দল অত্যন্ত খুশি। সত্যিই আমি এখনও বিশ্বাসই করতে পারছি না যে এই ম্যাচটা আমরা জিতে গিয়েছি। আমি মনে করি আমরা দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল পেয়েছি। আজকের খেলাটা আমাদের কাছে একেবারেই সহজ ছিল না। যতটা আমরা ভেবেছিলাম, বল ততটা একেবারেই ঘোরেনি। এরপর আমাদের কোচ ও দলের অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে আমি কথা বলি এবং ওরা আমার মনের মধ্যে আত্মবিশ্বাস জোগায় যে আমি করে দেখাতে পারব।'
পাশাপাশি, হার্টলি আরও দাবি করেন যে এই মুহূর্তে ড্রেসিংরুমের অবস্থা যেমন থাকতো, তেমনই রয়েছে এই জয় পাওয়ার পরও। তিনি বলেন, 'এই মুহূর্তে আমাদের সকলেরই খুব ভালো লাগছে। ড্রেসিংরুমে একেকদিন ভালো সময়ও আসে, আবার খারাপ সময়ও আসে। অবস্থা যেমন থাকতো তেমনই রয়েছে। আমরা সকলেই আজ করে দেখিয়েছি। প্রথমদিকে আমি একটু ঘাবড়ে ছিলাম তবে ব্যাট হাতে রান পাওয়ায় আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। এছাড়া পিচ সম্পর্কেও বেশ কিছু জানতে পারলাম যেটা বোলিং করার সময় আমার কাজে লাগে। আমি বুঝলাম যে অত জোরে বল করতে লাগবে না, যতটা আমি ভাবছিলাম। জাদেজা ও অশ্বিনকে দেখে আমি বুঝলাম যে আমাদের একটু সময় নেওয়া উচিত।' প্রসঙ্গত, এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি রয়েছে ফেব্রুয়ারি মাসের ২ তারিখে এবং খেলা হবে বিশাখাপত্তনমে।