
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
টি-২০ বিশ্বকাপের মাঝেই আসন্ন জিম্বাবোয়ে সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। উল্লেখযোগ্য বিষয় হল, জিম্বাবোয়ের সফরের জন্য একেবারে নতুন টি-২০ ক্যাপ্টেন বেছে নেন জাতীয় নির্বাচকরা। সিনিয়র তারকাদের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমন গিল।
প্রত্যাশা মতোই বিশ্বকাপের পরে সিনিয়র তারকাদের বিশ্রাম দেওয়া হয় লো-প্রোফাইল জিম্বাবোয়ে সফর থেকে। পরিবর্তে সুযোগ দেওয়া হয় আইপিএলে নজর কাড়া তরুণ তুর্কিদের। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ঝড় তোলা অভিষেক শর্মা ও রিয়ান পরাগ ঢুকে পড়লেন জাতীয় দলের আঙিনায়।
আইপিএলের পারফর্ম্যান্স দিয়েই জাতীয় দলে ডাক পেলেন নীতীশ রেড্ডি ও তুষার দেশপান্ডে। তুষার যদিও বিসিসিআইয়ের ঘরোয়া টুর্নামেন্টেও অত্যন্ত ধারাবাহিক। ভারতের টেস্ট দলের হয়ে নজরকাড়া ধ্রুব জুরেল এবার সুযোগ পেলেন টি-২০ স্কোয়াডে।
গিল ছাড়াও টি-২০ বিশ্বকাপ স্কোয়াডের রিজার্ভ তালিকায় থাকা রিঙ্কু সিং, আবেশ খান ও খলিল আহমেদ স্বাভাবিকভাবেই জায়গা পেয়েছেন জিম্বাবোয়ে সফরের স্কোয়াডে। বিশ্বকাপের স্কোয়াডে থাকা যশস্বী জসওয়াল ও সঞ্জু স্যামসনেরও নাম রয়েছে ১৫ জনের স্কোয়াডে। রুতুরাজ গায়কোয়াড় সঙ্গত কারণেই ডাক পেয়েছে ৫ ম্যাচের টি-২০ সিরিজে।
আরও পড়ুন:- India's New T20 Captain: বিশ্বকাপের পরেই ভারতের T20 ক্যাপ্টেন শুভমন গিল, জানিয়ে দিল BCCI
বিশেষজ্ঞ স্পিনার হিসেবে স্কোয়াডে রয়েছেন রবি বিষ্ণোই। সঙ্গে রয়েছেন স্পিনার অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দর। খলিল ও আবেশের সঙ্গে জিম্বাবোয়ে সফরে যাচ্ছেন বাংলার পেসার মুকেশ কুমার।
টি-২০ বিশ্বকাপের ঠিক পরেই জিম্ববোয়ের উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল। সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলা হবে ৬ জুলাই, শনিবার। সিরিজের পাঁচটি ম্যাচই খেলা হবে হারারে স্পোর্টস ক্লাবে। ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী বিকাল ৪টে ৩০ মিনিট থেকে।
শুভমন গিল (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার ও তুষার দেশপান্ডে।
প্রথম টি-২০: ৬ জুলাই (হারারে, ভারতীয় সময় বিকাল ৪টে ৩০)।
দ্বিতীয় টি-২০: ৭ জুলাই (হারারে, ভারতীয় সময় বিকাল ৪টে ৩০)।
তৃতীয় টি-২০: ১০ জুলাই (হারারে, ভারতীয় সময় বিকাল ৪টে ৩০)।
চতুর্থ টি-২০: ১৩ জুলাই (হারারে, ভারতীয় সময় বিকাল ৪টে ৩০)।
পঞ্চম টি-২০: ১৪ জুলাই (হারারে, ভারতীয় সময় বিকাল ৪টে ৩০)।
৳7,777 IPL 2025 Sports Bonus