ভারতের তরুণ তারকা শুভমন গিল তাঁর চতুর্থ টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থামলেন। ৯১ করে রানআউট হয়ে যান শুভমন। সেই সঙ্গেই শুভমনের দুর্ভাগ্য জুড়ে গেল ভিনু মানকড় (৯৬), এমএল জয়সিমহা (৯৯), দিলীপ বেঙ্গসরকার (৯০), অজয় জাদেজা (৯৬), মহেন্দ্র সিং ধোনির (৯৯) সঙ্গে। এঁরা প্রত্যেকেই শুভমনের মতো ৯০-এর ঘরে পৌঁছে রানআউট হয়ে সাজঘরে ফিরেছেন।
রাজকোটে তৃতীয় টেস্টের চতুর্থ দিনে শুভমন গিল যখন ৯১-এ ব্যাট করছিলেন, তখন একটি ভুল কলের জন্য নিজের উইকেট হারান। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যাওয়ার পরেও, তা অধরা থাকায় রীতিমতো হতাশ হয়ে পড়েন গিল।
আরও পড়ুন: ফের শতরান যশস্বীর, ছেলেমানুষের মতো লাফিয়ে উঠলেন রোহিত, জয়সওয়াল ছুঁলেন কোহলি-বীরুর রেকর্ড
৬৩.৬তম ওভারে স্ট্রাইকে ছিলেন কুলদীপ। মিড অনের দিকে শট মেরেছিলেন তিনি। শুভমন গিল সিঙ্গল নেওয়ার জন্য ক্রিজ থেকে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু একটু পরেই কুলদীপ তাঁকে রান নিতে নিষেধ করায় ক্রিজের দিকে ফিরে আসেন শুভমন। ততক্ষণে বেন স্টোকস বল ছুড়ে দেন টম হার্টলির দিকে। সঙ্গে সঙ্গে হার্টলি তা স্টাম্পে ছুইয়ে দেন।
শুভমন গিল ডাইভ দিয়েও শেষ রক্ষা করতে পারেননি। মাত্র কয়েক ইঞ্চির ব্যবধান ছিল। যার ফলে রান আউট হয়ে ৯১ রানে মাঠ ছাড়তে হল তাঁকে। আর গিলের রান আউটের জন্য নিজেকে দায়ী ভেবে মাঠেই হতাশ হয়ে বসে পড়তে দেখা যায় কুলদীপ যাদবকে। শতরান না পাওয়ার হতাশায় মাঠে ব্যাট ঠুকতেও দেখা যায় শুভমনকে।
রাজকোট টেস্টের তৃতীয় দিনের শেষে ৬৫ রানে অপরাজিত ছিলেন শুভমন গিল। সঙ্গে ছিলেন ৩ রানে অপরাজিত কুলদীপ যাদব। চতুর্থ দিন এক ঘণ্টার মধ্যেই শতরানের কাছে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তার পরই ঘটে অঘটন। শুভমন ৯১ রানে সাজঘরে ফেরার পর, আউট হন কুলদীপ যাদবও। ২৭ করে সাজঘরে ফেরেন কুলদীপ। লাঞ্চের আগে ৪ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৩১৪ রান। প্রায় সাড়ো চারশোর কাছাকাছি লিড রয়েছে টিম ইন্ডিয়ার। ২৩ বলে ২২ করে ক্রিজে রয়েছেন সরফরাজ খান।
এদিকে রবিবার ভারতীয় দল বড় সুসংবাদ পেয়েছে। তাদের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন দু'দিনের মধ্যে ফের দলে ফিরে এসেছেন। রাজকোটে দ্বিতীয় দিনের খেলার শেষে পারিবারিক জরুরি অবস্থার কারণে বাড়ি ফিরেছিলেন অশ্বিন। তিনি তৃতীয় দিনের খেলা পুরোপুরি মিস করেন। কিন্তু চতুর্থ দিন ফের দলের সঙ্গে যোগ দেন।