আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় দল। ১৬ জনের স্কোয়াডে রয়েছে চমক। দীর্ঘদিন পরে ভারতের টি-২০ দলে কামব্যাক করলেন দুই সিনিয়র তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। স্বাভাবিকভাবেই ভারতের টি-২০ দলের নেতৃত্বে ফিরলেন হিটম্যান।
চোটের জন্য ঘরের মাঠে আফগানদের বিরুদ্ধে এই সিরিজে মাঠে নামতে পারছেন না হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। বেশ কিছুদিন ধরেই টি-২০ ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিচ্ছিলেন হার্দিক। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্ব ওঠে সূর্যকুমার যাদবের হাতে। তবে সূর্যও চোটের জন্য সিরিজ থেকে ছিটকে যাওয়ায় মনে করা হয়েছিল বুঝি নতুন কারও হাতে উঠতে পারে ভারতের টি-২০ ক্যাপ্টেন্সি। তবে জাতীয় নির্বাচকরা রোহিত-কোহলিকে ফিরিয়ে এটা স্পষ্ট করে দেন যে, দুই সিনিয়র তারকা ভারতের বিশ্বকাপ ভাবনায় ভালো মতোই রয়েছেন।
টি-২০ বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধে এই সিরিজটিই ভারতের কাছে শেষ প্রস্তুতি মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। সুতরাং, রোহিত-কোহলিকে বিশ্বকাপ খেলাতে হলে এই সিরিজে দলে ফেরানো ছাড়া উপায় ছিল না জাতীয় নির্বাচকদের সামনে। তবে হার্দিক-সূর্যকুমার না থাকায় আগরকররা হিটম্যানদের দিকে মুখ ফেরাতে বাধ্য হয়েছেন কিনা, সেই বিষয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে।
বিরাট কোহলি শেষবার ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নামেন ২০২২ সালের ১০ নভেম্বরে। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটির পরে আর জাতীয় দলের টি-২০ জার্সি গায়ে চাপাননি তিনি। অবশেষে দীর্ঘ ১৪ মাস পরে ফের জাতীয় দলের হয়ে টি-২০ ফর্ম্যাটে মাঠে নামবেন বিরাট।
আরও পড়ুন:- Ranji Trophy 2024: রঞ্জিতে ছক্কার ঝড় তুলে মাত্র ২৬ বলে হাফ-সেঞ্চুরি, রিয়ান পরাগের তাণ্ডবে ইনিংস হার এড়াল অসম
রোহিত শর্মাও শেষবার ভারতের হয়ে টি-২০ খেলেন গত বিশ্বকাপের সেমিফাইনালে। সুতরাং, তিনিও ১৪ মাস পরে ২০ ওভারের ক্রিকেটে ভারতীয় দলের জার্সি গায়ে চাপাবেন। রোহিত যদি আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে থাকেন, তবে তিনিই যে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন, সেই বিষয়ে সংশয় নেই কারও মনে।
রোহিত-কোহলি ফিরলেও লোকেশ রাহুলের জন্য টি-২০ দলের দরজা খোলেনি। দলে নেই ইশান কিষান। সেই সুযোগে ফের টি-২০ দলে সুযোগ পেয়ে যান সঞ্জু স্যামসন। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে রয়েছেন জিতেশ শর্মা। জাদেজা নেই। বুমরাহ-সিরাজের মতো প্রথম সারির পেসারদের স্কোয়াডে রাখা হয়নি। জাতীয় টি-২০ স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন তিলক বর্মা, রিঙ্কু সিংরা। অল-রাউন্ডার হিসেবে স্কোয়াডে রয়েছেন শিবম দুবে। বিশেষজ্ঞ পেসার হিসেবে দলে রয়েছেন মুকেশ কুমার।
আরও পড়ুন:- Ranji Trophy 2024: প্রথম ইনিংসে শতরান হাতছাড়া, দ্বিতীয় ইনিংসে ফের ঝোড়ো হাফ-সেঞ্চুরি বেঙ্কটেশ আইয়ারের
আফগানিস্তান সিরিজের জন্য ভারতের টি-২০ স্কোয়াড:-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আবেশ খান ও মুকেশ কুমার।
ভারত-আফগানিস্তান টি-২০ সিরিজের সূচি:-
প্রথম টি-২০: ১১ জানুয়ারি, ২০২৪ (মোহালি)।দ্বিতীয় টি-২০: ১৪ জানুয়ারি, ২০২৪ (ইন্দোর)।তৃতীয় টি-২০: ১৭ জানুয়ারি, ২০২৪ (বেঙ্গালুরু)।