যাত্রাটা শুরু হয়েছিল ২০১০ সালের ৫ জুন। উত্থান-পতনের মধ্যে দিয়ে সেই বর্ণময় যাত্রা শেষ হয়েছে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর। প্রায় ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে উজাড় করে যখন নিজের টুপিটা তুলে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন, তখন আবেগে ভেসে গেলেন। বললেন যে যখন কেরিয়ার শুরু করেছিলেন, তখন কেউ যদি কেউ বলতেন যে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর অশ্বিন অবসরগ্রহণ করবেন, তাহলে তাঁর কথা হেসে উড়িয়ে দিতেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাক্ষাৎকারে ভারতের সদ্য প্রাক্তন তারকা অফস্পিনার বলেন, ‘যদি ২০১১ সালে কেউ আমায় বলতেন যে আমি এত উইকেট পাব (আন্তর্জাতিক ক্রিকেটে ৭৬৫ উইকেট, টেস্টেই শুধু ৫৩৭ উইকেট), আমি ২০২৪ সালের ১৮ ডিসেম্বর অবসর গ্রহণ করব, আমি তাঁদের কথায় বিশ্বাস করতাম না। আমি জানি যে আমি এই খেলাটাকে ভালোবাসি। কিন্তু কখনও আশা করিনি যে আমি এত ভালোবাসা পাব, এত উইকেট পাব, এত রান করব।’
সুন্দরদের হাতে ব্যাটন দিয়ে গেলেন অশ্বিন
তবে শুধু অশ্বিন নন, সম্ভবত অনেকেই বিশ্বাস করতে পারতেন না সেই বিষয়টা। কিন্তু নিজের ‘গবেষণা’, লড়াই, উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে ১৪ বছর ধরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। জিতিয়েছেন ভারতকে। দেশের ভার বহন করেছেন। গড়েছেন নজির। আর সেইসবের শেষে যখন ওয়াশিংটন সুন্দরদের হাতে দেশের হয়ে ক্রিকেট মাঠে লড়াইয়ের ব্যাটনটা তুলে দিয়ে গেলেন, তখন সকলেই মোটামুটি একবাক্যে বলছেন, আর কিছুদিন থাকতে পারতেন অশ্বিন। নিদেনপক্ষে মেলবোর্ন এবং সিডনিতে খেলতে পারতেন।
আগেরবার মেলবোর্নের ‘স্টার’ ছিলেন অশ্বিন
কিন্তু সেই পথে হাঁটেননি অশ্বিন। অস্ট্রেলিয়ায় যে দুটি টেস্টে তাঁর খেলার সম্ভাবনা সবথেকে বেশি ছিল, তার আগেই দেশে ফিরে এসেছেন। যদিও সেইসব নিয়ে আক্ষেপ নেই অশ্বিনের। বরং ব্রিসবেন ছাড়ার সময় সতীর্থদের বলে এসেছেন যে মেলবোর্ন টেস্টের দিকে তাঁর নজর থাকবে। গতবার যে টেস্টের প্রথম সকালে তাঁর বলের বাউন্স ও স্পিনের সামনে অস্ট্রেলিয়া নাকানিচোবানি খেয়েছিল। প্রথম সকালেই অত দ্রুত তাঁকে বল দেওয়ার সিদ্ধান্তকে মাস্টারস্ট্রোক হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
আরও পড়ুন: Ashwin Retirement: নির্বাচকরা চাপ দেননি, টিমে অশ্বিনের অবসরের কথা জানতেন শুধু গম্ভীর ও রোহিত
'প্রমিস' ভেঙে যাওয়ায় আক্ষেপ অশ্বিনের গলায়
কিন্তু সেই অশ্বিনই এবার খেলবেন না মেলবোর্ন টেস্টে। তবে সেটার থেকে অশ্বিনের আক্ষেপ সম্ভবত সবথেকে বেশি রয়ে গিয়েছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারটা। সরাসরি বলেননি। কিন্তু কোথাও গিয়ে একটা বুঝিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: Ravichandran Ashwin: কখনই প্রস্তুত ছিলাম না… ভারতের অধিনায়ক না হওয়ার বিন্দুমাত্র আক্ষেপ নেই অশ্বিনের
অশ্বিন বলেন, ‘২০১২ সালে আমি নিজের কাছে একটি প্রতিজ্ঞা করেছিলাম। আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে (টেস্ট) সিরিজে হেরে গিয়েছিলাম। (ওই সিরিজ হারটা) কঠিন ছিল। আমার কেরিয়ার তখন সবে-সবে শুরু হয়েছে। আমি শুধু নিজেকে বলছিলাম যে আমরা আর কোনওদিন সিরিজ হারব না। কখনও না, কখনও না। সেটাই আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম।’