ছয় দলের টুর্নামেন্ট থেকে মোটে ২টি দল বিশ্বকাপের টিকিট হাতে পাবে। চলতি মহিলা বিশ্বকাপের কোয়ালিফায়ার কার্যত শেষের দিকে। ইতিমধ্যেই দেওয়াল লিখন পড়া যাচ্ছে স্পষ্ট। অঘটন না ঘটলে বাংলাদেশ ও পাকিস্তানের কোয়ালিফায়ারের বাধা টপকে বিশ্বকাপের টিকিট হাতে পাওয়া নিশ্চিত হতে পারে বৃহস্পতিবারই।
তবে যদি লক্ষ্মীবারে অঘটন ঘটে, তাহলে লড়াই নতুন দিকে মোড় নিতে পারে। সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ প্রবলভাবে ঢুকে পড়বে বিশ্বকাপের টিকিট অর্জনের লড়াইয়ে।
বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের প্রথম ৩টি করে ম্যাচেই জয় তুলে নিয়েছে। উভয় দলের সংগ্রহে রয়েছে ৬ পয়েন্ট করে। তবে রেন রান-রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ রয়েছে পয়েন্ট তালিকার এক নম্বরে। পাকিস্তান রয়েছে দুই নম্বরে। তিন নম্বরে থাকা স্কটল্যান্ড ৪ ম্যাচে ২টি জয়-সহ ৪ পয়েন্ট সংগ্রহ করেছে।
চার নম্বরে থাকা আয়ারল্যান্ড ৪ ম্যাচে একটি জয়-সহ ২ পয়েন্ট সংগ্রহ করেছে। পাঁচে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৩ ম্যাচে একটি জয়-সহ ২ পয়েন্ট পকেটে পুরেছে। ছয় নম্বরে থাকা থাইল্যান্ড ৩ ম্যাচ খেলেও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তারা তিনটি ম্যাচেই পরাজিত হয়েছে।
উইমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পয়েন্ট তালিকা
ক্রমিক নং
দেশ
ম্যাচ
জয়
হার
পরিত্যক্ত
পয়েন্ট
নেট রান-রেট
১
বাংলাদেশ
৩
৩
০
০
৬
+১.৪৯৪
২
পাকিস্তান
৩
৩
০
০
৬
+০.৮৫৭
৩
স্কটল্যান্ড
৪
২
২
০
৪
+০.১৩৬
৪
আয়ারল্যান্ড
৪
১
৩
০
২
-০.০৫২
৫
ওয়েস্ট ইন্ডিজ
৩
১
২
০
২
-০.৫২৬
৬
থাইল্যান্ড
৩
০
৩
০
০
-১.৮৮০
প্রতিটি দল টুর্নামেন্টে ৫টি করে ম্যাচ খেলবে। লিগ টেবিলের প্রথম ২টি দল বিশ্বকাপের টিকিট পাবে। সুতরাং, আয়ারল্যান্ড (একটি ম্যাচ বাকি) ও থাইল্যান্ডের (২টি ম্যাচ বাকি) পক্ষে ৬ পয়েন্টে পৌঁছে বাংলাদেশ-পাকিস্তানকে ছোঁয়া সম্ভব নয়। তাই তারা ইতিমধ্যেই বিশ্বকাপের আশা ছেড়েছে।
ওয়েস্ট ইন্ডিজকে হারালেই বিশ্বকাপের টিকিট বাংলাদেশের
বৃহস্পতিবার বাংলাদেশের ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। বাংলাদেশ জিতলে ৮ পয়েন্টে পৌঁছে যাবে এবং তারা অন্তত চারটি দল স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। সুতরাং, লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট সংগ্রহ করে নেবেন নিগার সুলতানারা এবং দৌড় থেকে ছিটকে যাবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ হারলে ওয়েস্ট ইন্ডিজ লড়াইয়ে টিকে থাকবে। যদিও সেক্ষেত্রেও বাংলাদেশে থাকবে প্রথম সারিতেই।
অন্যদিকে বৃহস্পতিবারই পাকিস্তান লড়াইয়ে নামছে দুর্বল থাইল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলে পাকিস্তান ৪ ম্যাচে ৮ পয়েন্টে পৌঁছে বিশ্বকাপের টিকিট অর্জন করে নেবে। পাকিস্তান হারলেও বিশ্বকাপের টিকিটের দৌড়ে টিকে থাকবে। সুতরাং, বৃহস্পতিবার যদি বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের ম্যাচ জিতে যায়, তবে তারা বিশ্বকাপের টিকিট হাতে পেয়ে যাবে এবং বাকিদের এবারের মতো হতাশ হতে হবে।