গুজরাট টাইটান্সের টপ-অর্ডার ব্যাটার জোস বাটলার জানিয়েছেন, তরুণ ওপেনার সাই সুদর্শনের পারফরম্যান্স দেখে তিনি ‘মুগ্ধ’ হয়ে গিয়েছেন। আইপিএলের ১৮তম আসরে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন ২৩ বছর বয়সি এই বাঁহাতি ব্যাটার।
সুদর্শন নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখে ওপেনারের ভূমিকায় যথার্থভাবে দায়িত্ব পালন করছেন। অধিনায়ক শুভমন গিলের সঙ্গে মিলে ইনিংসের শুরুতে আক্রমণাত্মক মেজাজে খেলে তিনি দলকে নিরাপদ সূচনা এনে দেন। মাত্র ২৩ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে ৯টি চারের মাধ্যমে ২০৮.৭০ স্ট্রাইকরেটে ব্যাট করে ঝলসে ওঠেন তিনি।
শুক্রবারের পারফরম্যান্স ছিল সাই সুদর্শনের পুরো মরশুম জুড়ে থাকা ধারাবাহিকতার প্রতিচ্ছবি। এই ধারাবাহিকতা তাঁকে ইতিমধ্যেই ৫০৪ রান সংগ্রহ করতে সাহায্য করেছে, যা আইপিএল ২০২৫-এ প্রথম ব্যাটার হিসেবে এই মাইলফলক ছোঁয়ার নজির। বাটলার, যিনি শুরু থেকেই সুদর্শনের প্রতিভায় মুগ্ধ, বিশ্বাস করেন যে এই তরুণ তার কঠোর পরিশ্রমের ফল এখন পাচ্ছেন।
আরও পড়ুন … রেগে লাল শুভমন! মেজাজ হারিয়ে আম্পায়ারের সঙ্গেই তর্কে জড়ালেন, গিলকে থামালেন বন্ধু অভিষেক
ম্যাচ শেষে জোস বাটলার বলেন, ‘আমি আগেও বলেছি, প্রথম দিন তাঁকে নেটে ব্যাট করতে দেখে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল—ওর মাথাটা খুব পরিষ্কার। প্রতিদিন যে পরিশ্রম করে, নিজের খেলা বুঝে, বিনয়ীভাবে এগিয়ে চলে—এসবই ওকে এই ফলাফল এনে দিয়েছে। ও দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে এবং তার প্রাপ্য পুরস্কারটা পাচ্ছে।’
সাই সুদর্শনের পাশাপাশি বল হাতে দারুণ সাফল্য পেয়েছেন পার্পল ক্যাপ হোল্ডার প্রসিধ কৃষ্ণা। তিনি নিজের চার ওভারের কোটা পূর্ণ করে মাত্র ১৯ রান দিয়ে ট্র্যাভিস হেড ও এনরিখ ক্লাসেনের মূল্যবান দুটি উইকেট তুলে নেন, যার ফলে তিনি হন ম্যাচের সেরা।
আরও পড়ুন … আমি নিজেও দোষী, ২০-৩০ রান বেশি দিয়ে ফেলেছি… GT-র বিরুদ্ধে হারের কারণ কী? কী বললেন SRH ক্যাপ্টেন কামিন্স?
বাটলার মনে করেন প্রসিধের সাফল্যের পিছনে রয়েছে তার মৌলিকতায় দক্ষতা, টাইট লাইন ও ব্যাটসম্যানদের মুভমেন্ট গভীরভাবে পর্যবেক্ষণ করার ক্ষমতা। বাটলার বলেন, ‘প্রসিদ্ধ খুব ভালোভাবে মৌলিক জিনিসগুলো করে। সে দারুণ লাইনে বল করে, ব্যাটারদের খুব বেশি জায়গা দেয় না। সে ব্যাটারদের গতি অনুসরণ করে, লেংথ বদলায়, বাউন্স ও ইয়র্কার ব্যবহার করে। যখন সে আবার গুড লেংথে ফিরে আসে, তখন খুবই নিয়ন্ত্রিত থাকে এবং নিখুঁতভাবে এক্সিকিউট করে। তবে বড় পার্থক্যটা এসেছে ফিল্ডিং থেকে, সেটাই অনেক বড় ফ্যাক্টর।’
আরও পড়ুন … শ্রীসন্তের উপর ৩ বছরের নিষেধাজ্ঞা জারি করল KCA! বিতর্কে জড়িয়েছে সঞ্জুর নাম
গুজরাটের ৩৮ রানে জয় এনে দেয় সুদর্শনের (৪৮), গিলের (৭৬), এবং বাটলারের দুরন্ত ৬৪(৩৭) রানের ঝড়ো ইনিংস। শুরুর এই বিধ্বংসী ব্যাটিং গুজরাটকে পৌঁছে দেয় ২০ ওভারে ২২৪/৬ রানে।
ইংল্যান্ডের প্রাক্তন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বাটলার অবাক হন কীভাবে সুদর্শন ও গিল এত দ্রুত রান তুলে ফেলেন ক্লাসিক্যাল শট খেলে। তিনি বলেন, ‘শুরুর দুই ব্যাটার দারুণ ফর্মে আছে, নিজেদের স্বাভাবিক খেলা খেলেই দারুণ ভিত্তি গড়ে দিচ্ছে। ওরা দুজনই খুবই ট্র্যাডিশনাল ব্যাটার, দারুণ টেকনিক রয়েছে। ফলে ওরা উইকেটে দীর্ঘক্ষণ থাকতে পারে, কিন্তু আজকে যেভাবে ওরা স্কোর করেছে, সেটা সত্যিই বিস্ময়কর। এত দ্রুত রান তোলার পরও তারা ক্লাসিক শটেই স্কোর করেছে।’