
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অবশেষে থেমে গেছে ভারতের বিজয়রথ। রোহিত শর্মার রথের চাকা বসে গেছে। ঘরের মাঠে টানা ১৮টি টেস্ট সিরিজে জেতার পরই নিউজিল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হারতে হয়েছে রোহিতদের। বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টে সহজ জয়টাই যেন অতিরিক্ত আত্মতুষ্টিতে ভুগিয়ে তুলেছিল গোটা দলকে।
আরও পড়ুন-রোহিত-গম্ভীরের ভুল স্ট্র্যাটেজি থেকে বিরাটের অফ ফর্ম! কোন ৭ কারণে মাথা নিচু হল ভারতের?
২০১৩ সালে অস্ট্রেলিয়াকে পর্যুদস্ত করে ঘরের মাঠে টানা ১৮টি সিরিজ জয়ের রেকর্ডের শুরু করেছিল ভারত। বাংলাদেশকে কয়েক সপ্তাহ আগে হারিয়ে টানা ১৮তম সিরিজ জিতেছিল ঘরের মাঠে টিম ইন্ডিয়া। এবার সেই রেকর্ডই ভেঙে গেল, সৌজন্যে মিচেল স্যান্টনার-রাচিন রবীন্দ্রদের অনবদ্য লড়াই। ভারতে এসে দাদাগিরি করলেন কিউয়িরাই।
আরও পড়ুন-ফুলেছে পিঠ,বেড়েছে ব্যথা! চোট নিয়েই বিরাটদের মাটি ধরালেন ১৩ উইকেট নেওয়া কিউয়ি স্পিনার…
পরপর বেঙ্গালুরু-পুণেতে হেরে রোহিত, বিরাটদের বিশ্ব টেস্ট চ্যাম্পিনয়শিপ ফাইনালের রাস্তা কঠিন হয়ে গেছে। গত দুবার লর্ডসে ফাইনালে খেলেছিল ভারত। দুবারই হেরেছিল টিম ইন্ডয়া। সাধারণ ভারত-অস্ট্রেলিয়া, ভারত-পাকিস্তানকে চিরপ্রতিদন্দী ধরা হলেও ভারতীয় দলকে কম বেগ দেয়নি কিউয়িরাও।
২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-০ ফলে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ তে সিরিজ জেতে ভারত
২০১৫ সালে দঃ আফ্রিকাকে ৩-০ ফলে হারায় ভারত
২০১৬ সালে দেশেরম মাটিতে নিউজিল্যান্ডকে ৩-০ এবং ইংল্যান্ডকে ৪-০তে হারায় ভারতীয় দল
২০১৭ সালে বাংলাদেশকে ১-০, অস্ট্রেলিয়াকে ২-১ এবং শ্রীলঙ্কাকে ১-০ ফলে টেস্ট সিরিজে হারায় টিম ইন্ডিয়া
২০১৮ সালে অস্ট্রেলিয়াকে ১-০, ওয়েস্ট ইন্ডিজকে ২-০তে হারায় ভারত
২০১৯ সালে দঃ আফ্রিকাকে ৩-০ এবং বাংলাদেশকে ২-০তে হারায় ভারতীয় দল
আরও পড়ুন-অফ ফর্মের মাঝেই লজ্জার রেকর্ড অব্যাহত বিরাটের! আগেই সচিনকে টপকেছেন LBW আউটের রেকর্ডে!
২০২১ সালে ইংল্যান্ডকে ৩-১ এবং এরপর নিউজিল্যান্ডকে ১-০তে হারায় ভারত
২০২২ সালে শ্রীলঙ্কাকে ২-০ ফলে ভারতের মাটিতে টেস্টে হারায় রাহানেরা
২০২৩ সালে অজিদের ২-১ ফলে হারায় পূজারা-রোহিত-বিরাটরা
চলতি বছরে ইংল্যান্ডকে ৪-১ ফলে হারানোর পর বাংলাদেশের বিরুদ্ধেও ২-০ ফলে সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া
6.88% Weekly Cashback on 2025 IPL Sports