সামনে দাঁড়িয়ে গৌতম গম্ভীর। বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি। তাঁকে ব্যাকগ্রাউন্ডে রেখে প্রাথমিকভাবে গম্ভীরের মুখের উপর ফোকাস করল ক্যামেরা। তারপর গম্ভীরকে ব্যাকগ্রাউন্ডে রেখে ক্যামেরার ফোকাস পড়ল বিরাটের উপর। আর শুক্রবার চিন্নস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মহারণ শুরুর আগেই সেই দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ভাইরাল হয়ে গিয়েছে। দুটি ছবি দেখেই নেটিজেনরা বলতে শুরু করেছেন যে 'কী মারাত্মক ফ্রেম। গম্ভীর বনাম কোহলি! কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগুন বনাম আগুন - লড়াইটা পুরো জমে উঠছে।'
এমনিতে ২০২৩ সালের আইপিএলে তুমুল ঝামেলার পরই এই প্রথমবার কোনও ম্যাচে মুখোমুখি হতে চলেছেন গম্ভীর এবং বিরাট। গতবার চিন্নস্বামী স্টেডিয়ামে প্রাথমিকভাবে যে ‘লড়াই’ শুরু হয়েছিল, সেটার চূড়ান্ত আকার ধারণ করেছিল লখনউয়ের একানা স্টেডিয়ামে। একে অপরের দিকে তেড়ে গিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের তৎকালীন মেন্টর গম্ভীর এবং বিরাট। সেই বিষয়টি নিয়ে তুমুল হইচই হয়েছিল। তারপর থেকেই দুই মহাতারকার সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল নেটপাড়া।
আর আজ অবশেষে সেই প্রতীক্ষা শেষ হতে চলেছে। আর সেই উত্তেজনায় কিছুটা ‘পেট্রোল’ ঢেলে দিয়েছে কেকেআরের একটি ভিডিয়ো। ‘ঝড়ের আগে নিঃস্তব্ধতা’ লিখে কেকেআরের তরফে সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো পোস্ট করা হয়। সেই ভিডিয়োর ১০ সেকেন্ডে গম্ভীর এবং বিরাটের সেই ফ্রেম চলে আসে। তিন সেকেন্ড স্থায়ী হয় গম্ভীর ও বিরাটের সেই মুহূর্ত। আর সেইসময় একজনকে বলতে শোনা যায়, 'আগামী ম্যাচে আমরা চ্যালেঞ্জার্সের মুখোমুখি হচ্ছি।'
আরও পড়ুন: IPL 2024: KKR বধ করতে সবুজ পিচ তৈরি রাখছে RCB, মাথায় হাত গম্ভীরের, কোন নাইট স্পিনার বাদ পড়বেন?
আরও পুরো ভিডিয়োর মধ্যে ওই তিন সেকেন্ডের মুহূর্তের দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন লিখেছেন, 'এই ম্যাচটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স নয়, এটা বিরাট বনাম গম্ভীরের ম্যাচ। অ্যাকশন-প্যাকড সিনেমা আসছে।' একজন আবার কাঁপুনির ইমোজি দিয়ে ওই ছবিটা পোস্ট করে লিখেছেন, 'আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি।'
তবে শুধু নেটিজেনরা নন, গম্ভীর বনাম বিরাটের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে আছেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক তথা আরসিবির বর্তমান তারকা দীনেশ কার্তিক। আজকের ম্যাচের তিনটি দ্বৈরথ বেছে নিয়েছেন তিনি। আর তাঁর তালিকার শীর্ষেই আছে 'বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীরের' দ্বৈরথ। তারইমধ্যে এক নেটিজেন বলেন, ‘এটা পুরো সিনেমা।’
আরও পড়ুন: IPL 2024: চিনে নিন KKR-এর ১৬ বছরের রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো