টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটারের মায়ের রহস্য মৃত্যু। যা নিয়ে হইচই ভারতীয় ক্রিকেটমহলে। নিজের ফ্ল্য়াটেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সলিল আঙ্কোলার মাকে হত্যা করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে।
শুক্রবার পুণের ফ্ল্যাটে সলীলের মা মালা আঙ্কোলার মৃতদেহ পাওয়া যায়। তাঁর গলায় কাটা দাগ রয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। যদিও মৃত্যুর কারণ নিয়ে পুলিশও ধন্দে। কেননা বাড়িতে জোর করে প্রবেশের কোনও চিহ্ন মেলেনি। তাই এটি খুন নাকি আত্মহত্যা, সেই বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।
পুলিশ সূত্রে জানানো হয় যে, ৭৭ বছরের মালা আঙ্কোলার মৃতদেহ পাওয়া যায় প্রভাত রোডের ফ্ল্যাটে। কাজের লোক ফ্ল্যাটে এসে ডাকাডাকির পরেও কোনও সাড়া না মেলায় নিকটাত্মীয়দের খবর দেন। দরজা খোলার পরে ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। গলায় ক্ষত দেখে প্রাথমিকভাবে মনে করা হয় যে, সেই আঘাত নিজে থেকেই করা হয়েছে। তবে সব দিক খতিয়ে দেখে তবেই কোনও সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। আঙ্কোলার মা মানসিক সমস্যায় ভুগছিলেন বলেও খবর।
সলিল আঙ্কোলা ভারতের হয়ে ১টি টেস্ট ও ২০টি ওয়ান ডে খেলেছেন। ডানহাতি এই মিডিয়াম পেসার টেস্টে ২টি ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৩টি উইকেট নিয়েছেন। ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে করাচি টেস্টে জাতীয় দলের হয়ে অভিষেক হয় সলিলের। উল্লেখযোগ্য বিষয় হল, এই ম্যাচেই ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ করেন সচিন তেন্ডুলকর এবং পাকিস্তানের হয়ে এই ম্যাচে টেস্ট অভিষেক হয় ওয়াকার ইউনিসের।
সেই বছর ডিসেম্বরে পাকিস্তানের বিরুদ্ধেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন সলিল। তিনি শেষবার ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেন ১৯৯৭ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে।
সলিল মহারাষ্ট্র ও মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। ৫৪টি ফার্স্ট ক্লাস ম্যাচে তিনি সংগ্রহ করেন ১৮১টি উইকেট। ৮ বার ইনিংসে ৫ উইকেট নেন তিনি। সেরা বোলিং পারফর্ম্যান্স ৪৭ রানে ৬ উইকেট। এছাড়া ৭৫টি লিস্ট-এ ম্যাচে মাঠে নেমে সলিল সংগ্রহ করেন সাকুল্যে ৭০টি উইকেট। সেরা বোলিং পারফর্ম্যান্স ২২ রানে ৪ উইকেট। খেলা ছাড়ার পরে অভিনয় জগতে নাম লেখান সলিল। বেশ কয়েকটি সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করেছেন আঙ্কোলা।