
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সম্প্রতি পার্থে শেষ হয়েছে প্রথম টেস্ট। আর প্রথম টেস্ট ম্যাচেই ২৯৫ রানে অস্ট্রেলিয়া দলকে দুর্মুষ করে জিতেছে ভারতীয় দল। টিম ইন্ডিয়া যে এরকম বুলডোজার চালিয়ে দেবে অজিদের ওপর দিয়ে, সেটা হয়ত স্বপ্নেও ভাবেননি কামিন্স, হেডরা। কারণ সিরিজ শুরুর আগে তাঁরাই ছিলেন অ্যাডভান্টেজ পজিশনে, আর ভারতই ছিল কিছুটা চাপে।
প্রথম টেস্টে শেষে ভারতীয় ক্রিকেটাররা করমর্দন করছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে। সেই সময়ই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলান অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তথা নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেলি। আর তাতেই বিরক্ত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ইয়ান হেলি। তাঁর মতে, নির্বাচক প্রধানের ডাগ আউটে কাজ কি?
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
১৯৮৮ সাল থেকে ১৯৯৮ সালের মধ্যে অস্ট্রেলিয়ার জার্সিতে ১১৯টি টেস্ট এবং ১৬৮টি ওডিআই ম্যাচে খেলেছেন ইয়ান হেলি। তিনিই প্রশ্ন তুলছেন একজন নির্বাচক কমিটির প্রধান কীভাবে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের লাইনে দাঁড়িয়ে হাত মেলাতে পারেন? এক্ষেত্রে বেলির এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলেছেন হেলি।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
অজিদের প্রাক্তনী ইয়ানের প্রশ্ন, ‘জর্জ বেলি বেরিয়ে সবার সঙ্গে গিয়ে হাত মেলালো। কঙ্গো লাইনে গিয়ে করমর্দন করল। কিন্তু আমি যদি ভারতীয় দলের ক্রিকেটার হই, তাহলে তো আমার মনে হবেই যে আমি কেন তোমার সঙ্গে হাত মেলাতে যাব। তুমি তো প্রতিপক্ষ দলের কোচিং স্টাফের কেউ নও, শুধুই নির্বাচক কমিটির চেয়ারম্যান। আমি ভারতীয় হলে তাড়াতাড়ি এসব হাত মেলানোর কাজ সেড়ে সেলিব্রেট করতে চাইব ’।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
বলাই বাহুল্য এক্ষেত্রে তাঁর দল নির্বাচন পছন্দ হয়নি ইয়ান হেলির। নাখান ম্যাকসুইনি সরাসরি ওপেনার না হওয়া সত্বেও তাঁকে দিয়ে যেভাবে ওপেনিং করানো হয়েছে। চোট পাওয়া আধাফিট মিচেল মার্শকে যেভাবে ব্যবহার করা হচ্ছে। গোটা বিষয়টায় যে অজি নির্বাচকরাও প্রশ্নের মুখে সেটাই আরও একবার বুঝিয়ে দিয়েছেন ইয়ান হেলি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports