লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে চলছে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। এই গ্রুপকেই বলা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ অফ ডেথ। কারণ ইংল্যান্ড,অস্ট্রেলিয়ার পাশাপাশি দঃ আফ্রিকা এবং আফগানিস্তানও রয়েছে সেই গ্রুপে। অর্থাৎ কোনও এক বড় দল যে ছিটকে যাবেই এই গ্রুপ থেকে তা নিশ্চিত। তুলনায় ভারতের গ্রুপে অনেক বিশেষজ্ঞই পাকিস্তান এবং বাংলাদেশকে ফেভারিটের তকমা দিতে চাননি প্রতিযোগিতা শুরুর আগে।
এদিকে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেই দেখা মিলল এক বিরল ঘটনার। কদিন আগেই পাকিস্তানের স্টেডিয়ামে ভারতের পতাকা না থাকা নিয়ে শোরগোল শুরু হয়েছিল, পরে ভারতের পতাকা ঠাই পেয়েছিল। ভারত বনাম বাংলাদেশ ম্যাচে আবার টেলিভিশনে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোর নিচে পাকিস্তানের নাম উধাও হয়ে যায়, যা নিয়েও তুমুল বিতর্ক তৈরি হয়।
আরও পড়ুন-২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজন করতে ইচ্ছুক ভারত! পাঠানো হচ্ছে প্রস্তাব! হবে ক্রিকেটও? দেখে নিন
ভারতীয় ক্রিকেটারদের প্রতি পাকিস্তানিদের অগাধ ভালোবাসা
যদিও পাকিস্তানে ভারতীয় ক্রিকেটারদের ক্রেজ কিন্তু তুঙ্গেই। এমনিতে সেদেশে গিয়ে ভারতকে সমর্থন করা খুব কঠিন কাজ হলেও পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে দেখা মিলল বিরাট কোহলির সমর্থকের। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অজিদের ম্যাচ দেখতে হাজির হলেন বিরাটভক্ত, ভারতীয় দলের জার্সির পিছনে লেখা রইল কিং কোহলি।
পাকিস্তানেও বিরাট প্রেম
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা বারবারই বলে থাকেন বিরাট কোহলিরা যেন একবার সেদেশে গিয়ে ক্রিকেট খেলেন, তাহলেই ভারতীয় ক্রিকেটের আধুনিক মাস্টাররা বুঝতে পারবে পাকিস্তানে তাঁদের ফ্যান ফলোয়িং কতটা । যদিও দুই দেশের সম্পর্ক তলানিতে থাকায় সেই সুযোগ হয়নি। তবে ক্রিকেটের প্রতি ভালোবাসা আর স্পিরিট যে দুই দেশের পারস্পরিক সম্পর্কে সমর্থকদের মধ্যে ছাপ ফেলতে পারেনি, সেটাই প্রমাণিত হল এই চিত্রে।
বাবরের জার্সি কেউ ভারতে পড়তে পারবে?
পাকিস্তানের এক কন্টেন্ট ক্রিয়েটর ফরিদ খান সেই মহিলা ভক্তের ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। সঙ্গে তিনি লিখেছেন, ‘পাকিস্তানে কিং কোহলির ক্রেজ খুবই বেশি। আমরা এখানে কোনও চিন্তা বা ভয় ছাড়াই ভারতীয় ক্রিকেটারদের জার্সি পড়তে পারি। আমরা ক্রিকেটকে ভালোবাসি। ভারতীয় সমর্থকরা কি সেদেশে বাবর আজমের জার্সি পড়তে পারবে? ’।