Shubman Gill Blasts Umpire: লর্ডসে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এল ডিউক বলের খারাপ গুণমান। ভারতীয় অধিনায়ক শুভমন গিল ও পেসার মহম্মদ সিরাজ আম্পায়ারদের সঙ্গে একপ্রকার উত্তপ্ত আলোচনায় জড়িয়ে পড়েন, বলের অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তাঁরা।
বৃহস্পতিবার ৮০তম ওভারের মাথায় দ্বিতীয় নতুন বল নেওয়া হয়। তবে শুক্রবার ভারতের খেলোয়াড়রা ওই নতুন বলের অবস্থা নিয়ে ক্ষোভ জানাতে শুরু করেন, কারণ বলটি মাত্র ১০ ওভার পুরনো হলেই সেটা ভীষণ নরম হয়ে পড়েছিল এবং খুব খারাপ হয়ে যাচ্ছিল। আম্পায়াররা ‘হুপ টেস্ট’ করার পর বলটি বদল করেন।
কিন্তু গিল নতুন বলের আকারেও সন্তুষ্ট হননি। তিনি আম্পায়ারের সঙ্গে সরাসরি বিতর্কে জড়িয়ে পড়েন। এমনকি তিনি আম্পায়ারের হাত থেকে বল কেড়ে নেন, যেটা টেলিভিশন সম্প্রচারে স্পষ্ট ধরা পড়ে। স্টাম্প মাইকে শোনা যায় সিরাজ বলছেন, ‘এইটা ১০ ওভার পুরনো বল? সিরিয়াসলি?’ এই মুহূর্তে ধারাভাষ্যে থাকা শুভমন গিলদের সঙ্গে একমত হন সুনীল গাভাসকর। তিনি বলেন, ‘এটা ১০ ওভারের বল? দূর থেকেও দেখলে বোঝা যায় বলটা কমপক্ষে ২০ ওভারের মতো দেখাচ্ছে।’
এর আগে সিরিজ শুরুর আগেই ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্ত ডিউক বলের গুণগত মান নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এত খারাপ মানের বল তিনি আগে দেখেননি—প্রায়ই বলের আকার বিগড়ে যাচ্ছে, যা ম্যাচের ব্যালেন্স নষ্ট করছে।
ঋষভ পন্তের মন্তব্য, ‘গেজটা (বল মাপার যন্ত্র) একই হওয়া উচিত, ডিউক হোক বা কুকাবুরা। কিন্তু হালকা ছোট হলে ভালো (হাসি)। বলগুলো এত সমস্যা দিচ্ছে, এটা বিশাল সমস্যা। বল বারবার ডি-শেপড (আকৃতি বিকৃত) হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘যখন বলটা নরম হয়ে যায়, তখন সেটা বোলারদের একদম সাহায্য করে না। আবার বল পাল্টানোর পর আচমকা অনেক বেশি সুইং বা মুভমেন্ট শুরু হয়। একজন ব্যাটারের পক্ষে বারবার মানিয়ে নেওয়া কষ্টকর।’ পন্ত বলেন, এটা শুধু খেলোয়াড়দের জন্য নয়, ক্রিকেটের জন্যও ‘ভালো নয়’।