Ranji Trophy Elite 2024-25 Bengal vs Punjab: ইডেনে ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে পঞ্জাবের বিরুদ্ধে রঞ্জি ট্রফির শেষ গ্রুপ পর্বের ম্যাচ খেলতে নামছে বাংলা। জটিল সমীকরণের কারণে নক আউটে ওঠার সম্ভাবনা ক্ষীণ, তবে দল জয়ের জন্য মরিয়া। এই ম্যাচের পরই পেশাদার ক্রিকেটকে বিদায় জানাবেন বাংলা ও ভারতের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহা। দীর্ঘ ক্রিকেটজীবন শেষে নিজ রাজ্যের হয়েই শেষ ম্যাচ খেলবেন তিনি।
ধাক্কা খেয়েছে বাংলা দল,দেখা যেতে পারে নতুন দুই মুখ
বাংলার শিবিরে বড় ধাক্কা লেগেছে, কারণ চোটের কারণে দলের প্রধান পেসার মুকেশ কুমার খেলতে পারছেন না। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন ডানহাতি পেসার সুমিত মোহান্ত, যার রঞ্জি অভিষেক হতে পারে। বিশাল ভাটিও এই ম্যাচে প্রথমবারের মতো বাংলার হয়ে খেলতে পারেন। ওপেনিং জুটি বদল হচ্ছে, সুদীপ চট্টোপাধ্যায় ইনজুরি কাটিয়ে ফিরে আসছেন এবং অঙ্কিত চট্টোপাধ্যায়ের সঙ্গে ইনিংস শুরু করতে পারেন তিনি।
বাংলার মিডল অর্ডারের ভরসা কারা-
বাংলার মিডল অর্ডারে ভরসা অনুষ্টুপ মজুমদার, সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল ও ঋদ্ধিমান সাহা। বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন সুরজ সিন্ধু জসওয়াল। বাংলাকে নক আউটে যেতে হলে শুধু জিতলেই চলবে না, বরং বোনাস পয়েন্ট অর্জন করতেই হবে। পাশাপাশি, বিহার ও কেরল এবং কর্ণাটক ও হরিয়ানার ম্য়াচের দিকে তাকিয়ে থাকতে হবে।
ঋদ্ধিমান সাহার বিদায়ী ম্যাচ
এই ম্যাচ বাংলার জন্য শুধুই এক লড়াই নয়, বরং ঋদ্ধিমান সাহার বিদায়ী ম্যাচও। দীর্ঘ ১৭ বছরের প্রথম শ্রেণির ক্রিকেট কেরিয়ারে তিনি ছিলেন বাংলার অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। ইডেনে তাঁর শেষ ম্যাচ স্মরণীয় করে রাখতে চাইবে বাংলা দল আর বাংলা ক্রিকেটের জন্য এটি হতে চলেছে একটি আবেগঘন মুহূর্ত।
আরও পড়ুন… IPL 2025: KKR-এর সহকারী কোচের প্রস্তাব ফিরিয়ে দিলেন ঋদ্ধিমান সাহা! জানালেন আসল কারণ
কোন অঙ্কে বাংলা নক আউট পর্বে উঠতে পারে-
নক আউট পর্বে উঠতে বাংলার প্রয়োজন অলৌকিক কিছু। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট বাংলার। অনুষ্টুপের বাংলাকে পঞ্জাবের বিরুদ্ধে বোনাস পয়েন্ট-সহ জিততেই হবে। পাশাপাশি দেখতে হবে বিহার যেন কেরলকে হারিয়ে দেয়। কর্ণাটকও যেন হরিয়ানার কাছে হারে বা ম্যাচ ড্র হয় ও হরিয়ানা প্রথম ইনিংসের লিড নেয়। এমনটা হলে রঞ্জি ট্রফির গ্রুপ সি-তে বাংলা ও কেরল - দুই দলেরই পয়েন্ট হবে ২১। ১৯ বা ২০ পয়েন্টে আটকে যাবে কর্ণাটক। গ্রুপে দুই দলের পয়েন্ট সমান হলে দেখা হয় নিজেদের মধ্যে ম্যাচে কারা জিতেছিল বা প্রথম ইনিংসের লিড নিয়েছিল। কিন্তু বাংলা বনাম কেরল ম্যাচের একটি করে ইনিংসও শেষ হয়নি। সল্ট লেকের সেই ম্যাচ থেকে ১ পয়েন্ট করে পেয়েছিল দুই দল। তাই সেই ম্যাচ থেকে কিছুই নির্ধারিত হবে না। এরপরে দেখা হবে কোন দল গ্রুপে সরাসরি বেশি ম্যাচ জিতেছে। কেরল বিহারের কাছে হেরে গেলে ২টি সরাসরি জয়ে আটকে যাবে। বাংলা পঞ্জাবকে হারালে ২টি জয় ছিনিয়ে নেবে। সেই হিসাবেও হবে না মীমাংসা। তখন দেখা হবে রান রেট। পঞ্জাবের বিরুদ্ধে বোনাস পয়েন্ট-সহ জিতে কেরলের চেয়ে রান রেট বেশি রাখতে পারলে, বাংলার নক আউটে যাওয়ার দরজা খুলে যেতে পারে।
আরও পড়ুন… তিন মাস বেতন না পেয়ে কাজ চালিয়ে যাওয়া অসম্ভব: ডার্বির আগেই পদত্যাগ করলেন মহমেডান কোচ চের্নিশভ
রঞ্জি ট্রফি ২০২৪-২৫-তে পঞ্জাবের বিরুদ্ধে ঘোষিত বাংলা দল:
অনুষ্টুপ মজুমদার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, সুদীপ কুমার ঘরামি, সুদীপ চট্টোপাধ্যায়, অভিষেক পোড়েল, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, সুমন্ত গুপ্ত, শুভম চট্টোপাধ্যায়, করণ লাল, অঙ্কিত চট্টোপাধ্যায়, প্রদীপ্ত প্রামাণিক, বিশাল ভাটি, মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল, ঋষভ বিবেক, রোহিত কুমার, সায়ন ঘোষ, সুমিত মোহন্ত, সৌম্যদীপ মণ্ডল।