
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ভারতীয় ক্রিকেট দলের সেরা ক্রিকেটার এই মূহূর্তে কে? চলতি বছরের আগে পর্যন্ত যদি যে কোনও ভারতীয় ক্রিকেট দলের সমর্থককেই এই প্রশ্ন করা হত তাহলে নিঃসন্দেহে তাঁর উত্তর হত বিরাট কোহলি, রোহিত শর্মারা। কিন্তু চলতি বছরে বিশেষ করে দ্বিতীয়ার্ধে মানে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে টিম ইন্ডিয়ার এই তারকাদের যা পারফরমেন্স, তাতে তাঁরা নিজেরাই লজ্জা মুখ লুকাতে চাইবেন।
আরও পড়ুন-‘আমি কখনও আগে দ্রাবিড়কে এমন উচ্ছাস করতে দেখিনি,আমার জন্যই’! কোন রহস্য ফাঁস অশ্বিনের
রোহিত শর্মা চলতি বছরের মাঝে শ্রীলঙ্কায় গিয়ে ওডিআই সিরিজে হারেন অধিনায়ক হিসেবে। এছাড়াও ব্যাটে তিনি ওডিআই সিরিজে রান পাননি। এরপর বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে এসেও হিটম্যান একদমই ফ্লপ। আরেক সুপারহিট ক্রিকেটার বিরাট কোহলি পার্থে শতরান করেন। আশা করা হয়েছিল এরপর হয়ত তিনি ফর্মে ফিরবেন, কিন্তু কোথায় কি? এরপর থেকে টানা একই ঢংয়ে ব্যর্থ হচ্ছেন কোহলি।
Video-ফের ল্যাবুশানের সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউ
এই আবহেই এবার সিডনি টেস্টের আগেই আওয়াজ উঠে গেছে ভারতের অধিনায়ক বদলের। সম্ভাবনা রয়েছে জসপ্রীত বুমরাহর পরবর্তী ভারতীয় টেস্ট অধিনায়ক হওয়ার। তিনি ইতিমধ্যেই এই সিরিজে ৩০টি উইকেট নিয়ে ফেলেছেন, বলা ভালো আপাত সাধারণ এক ভারতীয় দলকে অস্ট্রেলিয়ায় লজ্জাজনকভাবে সিরিজ হারের থেকে তিনি বাঁচিয়ে চলেছেন। এরই মধ্যে বুমরাহকে নিয়ে বড় বার্তা দিলেন অজি অধিনায়ক প্যাট কামিনস।
ভারতীয় ক্রিকেট দলের সবথেকে প্রভাবশালী ক্রিকেটার হিসেবে বিরাট কোহলি বা রোহিত শর্মা নন, অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স বেছে নিলেন জসপ্রীত বুমরাহকে। মেলবোর্নে চতুর্থ টেস্টে তিনি ১৫৬ রান দিয়ে দুই উইকেট মিলিয়ে ৯ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে আরও এক ফাইফার নেন বুমরাহ। ১২.৮৩ বোলিং গড় রয়েছে এই সিরিজে বুমরাহর।
ম্যাচ শেষে মেলবোর্নে সাংবাদিক সম্মেলনে এসে প্যাট কামিন্স বলছেন, ‘বুমরাহ খুবই ভালো বোলার আর ও ফর্মে রয়েছে। ভারতের সবথেকে প্রভাবশালী ক্রিকেটারও ও। কাল ওদের সব বোলাররাই ভালো বোলিং করেছিল, তবে ও আমাদের জন্য কাজটা কঠিন করে দিচ্ছিল। আমার মনে হয় না পিচ থেকে খুব সুবিধা পাওয়া যাচ্ছিল, তবে ওরা আমাদের জন্য কাজটা কঠিন করে দিয়েছিল। তাই আমার মনে হয় সবাই ভালো বোলিং করেছিল, তবে বুমরাহ ওদের মধ্যে সব থেকে বড় আতঙ্ক ’।
প্রসঙ্গত ৩৪০ রান তাড়া করতে নেমে মাত্র ১৫৫ রানেই অলআউট হয়ে যায় ভারত। ১৮৪ রানে টিম ইন্ডিয়া অলআউট হয়ে যায়। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন যশস্বী জলওয়াল, তিনি ৮৪ রান করেন। প্রথম ইনিংসেও তিনি ৮২ রান করেছিলেন, কিন্তু বুমরাহ এবং যশস্বীর ভালো পারপরমেন্স জলে যায় বাকিদের ব্যর্থতায়।
৳7,777 IPL 2025 Sports Bonus