Australia Test squad for West Indies series: ডেভিড ওয়ার্নারের অবসরের পরে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ওপেনার হিসেবে কাকে দেখা যাবে? এখন এই প্রশ্নটাই ঘুরে বেড়াচ্ছে। অন্য কাউকে সুযোগ দেওয়া হবে নাকি স্টিভ স্মিথকে দিয়েই ওপেন করাবে টিম অস্ট্রেলিয়া, এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল? এই সব প্রশ্নের উত্তর পাওয়া গেল ১০ জানুয়ারি। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে। মার্কাস হ্যারিস ও ক্যামেরন ব্র্যানক্রফটকে সুযোগ না দিলেও দলে জায়গা পেয়েছেন ম্যাথিউ রেনশ।
অস্ট্রেলিয়ান দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি প্লেয়িং ইলেভেনে ক্যামেরন গ্রিনের জায়গা নিশ্চিত করলেও রেনশওকে দলে রেখেছেন। বেইলি বলেন, ‘অ্যাডিলেডে টেস্টের জন্য ক্যামেরন গ্রিনকে চূড়ান্ত একাদশে অন্তর্ভুক্ত করা হবে, এতে স্কট বোল্যান্ড এবং ম্যাথু রেনশও থাকবেন। আমরা এমন একটি দল নির্বাচন করেছি যেখানে আমাদের বিশ্বাস দেশের সেরা ছয় ব্যাটসম্যান রয়েছে।’ এমন অবস্থায় দলের ওপেনার কে হবেন তার ইঙ্গিত পাওয়া গিয়েছে।
আসলে, পাকিস্তানের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচের পর স্টিভ স্মিথ ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি টেস্ট দলের ওপেনার হতে প্রস্তুত। উসমান খোয়াজাকে দিয়ে ইনিংস ওপেন করতে চান তিনি। অস্ট্রেলিয়ার সিলেকশন প্যানেলও সম্ভবত বিষয়টি পছন্দ করেছে। ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে ওপেন করতে পারেন স্টিভ স্মিথ। তিনি টেস্ট ক্রিকেটে তিন নম্বর থেকে ৯ নম্বর পর্যন্ত খেলেছেন, তবে ওপেনার হিসেবে এখনও পর্যন্ত একটি ম্যাচও খেলেননি। এমন অবস্থায় এবার হয়তো স্মিথকে ওপেন করতেও দেখা যেতে পারে।
২০১০ সালে যখন তার টেস্ট অভিষেক হয়, তখন তিনি একজন লেগ-স্পিনিং অলরাউন্ডার ছিলেন। নির্বাচক প্যানেলের বিশ্বাস করা হলে, ক্যামেরন গ্রিন চার নম্বরে সুযোগ পাবেন, কারণ তিনি ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটেও এই জায়গাতেই খেলেছেন। মিচেল মার্শও দলে থাকবেন। ওয়ানডে দলও ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ওয়ানডে সিরিজে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্টিভ স্মিথ। প্যাট কামিন্সকে বিশ্রাম দেওয়া হয়েছে।
এই সিরিজে দুটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ১৭ জানুয়ারি অ্যাডিলেড ওভালে শুরু হবে, সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ২৫ জানুয়ারি গাব্বাতে শুরু হবে। তার আগেই ১৩ সদস্যের টেস্ট ও ওডিআই দল ঘোষণা করেছে টিম অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জোশ হেজেলউড, ট্র্যাভিস হেড (সহ-অধিনায়ক), উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশান, নাথান লিয়ন, মিচেল মার্শ, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।
ওডিআই স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্র্যাভিস হেড (সহ-অধিনায়ক), শন অ্যাবট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জোশ ইংলিস, মার্নাস ল্যাবুশান, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা।