শনিবার লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির বি-গ্রুপের ম্যাচে ধুন্ধুমার ক্রিকেট উপহার দেয় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। হাই স্কোরিং ম্যাচে রীতিমতো চার-ছক্কার বন্যা দেখা যায়। শুরুতে ব্যাট করে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৫১ রান তোলে। একাই ১৬৫ রান করেন বেন ডাকেট।
পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৭.৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৫৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ১২০ রান করে অপরাজিত থাকেন জোশ ইংলিস। অস্ট্রেলিয়া ১৫ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে। দল হারায় ট্র্যাজিক হিরো হয়ে থেকে যেতে হয় বেন ডাকেটকে। ম্যাচের সেরা হন ইংলিস। উল্লেখযোগ্য বিষয় হল, এই ম্যাচে তৈরি হয় অসংখ্য রেকর্ড। তেমনই ১০টি উল্লেখযোগ্য রেকর্ডের তালিকায় চোখ রাখা যাক।
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ১০টি রেকর্ড
১. চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এই প্রথমবার সাড়ে তিনশো রানের গণ্ডি টপকায় ইংল্যান্ড। যদিও তাদের ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়।
২. অস্ট্রেলিয়ার ৫ উইকেটে ৩৫৬ রান চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে কোনও দলের সব থেকে বেশি রানের ইনিংসের সর্বকালীন রেকর্ড।
৩. ছেলদের কোনও আইসিসি ইভেন্টে সব থেকে বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের সর্বকালীন রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটি সব থেকে বেশি রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড।
৪. ইংল্যান্ডের ৮ উইকেটে ৩৫১ চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে কোনও দলের প্রথম ইনিংসে তোলা সব থেকে বেশি রানের সর্বকালীন রেকর্ড। অস্ট্রেলিয়ার ৫ উইকেটে ৩৫৬ টুর্নামেন্টের ইতিহাসে কোনও দলের দ্বিতীয় ইনিংসে তোলা সব থেকে বেশি রানের রেকর্ড।
৫. চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দুই ইনিংসে মিলিয়ে সব থেকে বেশি ৭০৭ রান ওঠে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার এই ম্যাচেই।
৬. বেন ডাকেটের ১৬৫ আইসিসি ইভেন্টে কোনও হেরে যাওয়া ম্যাচের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
৭. বেন ডাকেটের ১৬৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের সর্বকালীন রেকর্ড।
৮. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রান তাড়া করে অস্ট্রেলিয়ার এটি দ্বিতীয় সর্বোচ্চ জয়। এর আগে ২০১৯ সালে মোহালিতে ভারতের ৯ উইকেটে ৩৫৮ রানের জবাবে ৬ উইকেটে ৩৫৯ রান তুলে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন:- IML 2025 Fixtures: মাস্টার্স লিগে কবে-কোথায়-কাদের বিরুদ্ধে খেলবেন সচিনরা?- সূচি
৯. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও দলের এটিই সব থেকে বেশি রান তাড়া করে জয়ের সর্বকালীন রেকর্ড।
১০. পাকিস্তানের মাটিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া।