শুভব্রত মুখার্জি: আগামী সোমবার অর্থাৎ ২১ অগস্ট বৈঠকে বসতে চলেছে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি। সেই কমিটির বৈঠকেই আসন্ন এশিয়া কাপের দল চূড়ান্ত করা হতে পারে বলে আশা করা হচ্ছে। আর এই বৈঠকে উপস্থিত থাকার জন্য হেড কোচ রাহুল দ্রাবিড়কে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় নির্বাচক কমিটির প্রধান হিসেবে কয়েকদিন আগেই দায়িত্ব নিয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার অজিত আগরকর। আর তাঁর নেতৃত্বে হতে চলেছে এই প্রথম দল নির্বাচনের বৈঠক। তাও আবার এশিয়া কাপের মতন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের দল নির্বাচন।
সেপ্টেম্বর মাসে শুরু হবে এশিয়া কাপ। তার জন্যে এখনও দল ঘোষণা করেনি ভারত। মনে করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে ২১ অগস্ট সোমবার এশিয়া কাপের দল ভারত ঘোষণা করতে পারে। আসন্ন ওডিআই বিশ্বকাপের কথা মাথাতে রেখে এবারের এশিয়া কাপ খেলা হবে ওয়ানডে ফর্ম্যাটেই। এশিয়া কাপের জন্যে দিল্লিতে একটি বৈঠক ডেকেছেন নির্বাচক প্রধান অজিত আগরকর। তবে সেই বৈঠকে কোচ রাহুল দ্রাবিড় সশরীরে উপস্থিত থাকলেও অধিনায়ক রোহিত শর্মা থাকতে চলেছে ভিডিয়ো কনফারেন্সের মধ্যে দিয়ে।সাধারণত ভারতের দল নির্বাচনের সময়ে কোচকে বৈঠকে রাখা হয় না।
তবে আগামী কয়েক মাসে ভারত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা খেলবে। বিশেষজ্ঞদের সে কথা মাথায় রেখে দ্রাবিড়কে বৈঠকে ডাকা হয়েছে। যা খবর তাতে করে অজিত আগরকর নিজেই তাঁর প্রাক্তন সতীর্থকে বৈঠকে রাখতে আগ্রহী। সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো প্রতিযোগিতার দল বেছে নেওয়ার দায়িত্ব রয়েছে অজিত আগরকরের কাঁধে । আর সেই কারণেই দলের কোচ, অধিনায়কদের পছন্দ, অপছন্দ বুঝে নিতে চাইছেন আগরকর। যা খবর তাতে করে এশিয়া কাপে যে দল বাছা হবে মোটামুটিভাবে সেই দলই বিশ্বকাপে খেলবে। দুই দলে খুব বেশি ফারাক থাকবে না। তবে কিছু পরিবর্তন হলেও হতে পারে। এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ের জন্য সম্ভবত দল ঘোষণা হবে সোমবার।