মাত্র কয়েকদিন আগের কথা। গত রবিবারই ভারত বনাম পাকিস্তানের ম্যাচে অযথা উত্তেজনা তৈরি করেছিলেন পাক স্পিনার আব্রার আহমেদ। শুভমন গিল ভালো ইনিংসের পর আউট হতেই তাঁকে সাজঘরে ফেরার ইশারা করেছিলেন পাক স্পিনার। এছাড়াও বিরাটের দিকে লক্ষ্যে করে বল ছুঁড়েছিলেন। এরপরই তাঁর সমালোচনা শুরু হয়। অবশ্য শাহিন আফ্রিদি বা মহম্মদ রিজওয়ান যা করেছিলেন, তাতে আব্রারের সেই দোষ ঢেকেও যায়। কারণ শাহিন-রিজওয়ানরা খেলার স্পিরিটের বিরুদ্ধেই প্রায় চলে যাচ্ছিলেন বিরাটের শতরান আটকানোর জন্য। এবার আব্রার আহমেদই করলেন বিরাটকে নিয়ে পোস্ট।
আরও পড়ুন-নাকে কেঁদে লাভ নেই! ভারতকে দুবাইয়ে খেলতে হওয়া বাকিদের মতো হইচইয়ে রাজি নন কিউয়িরা
ভারত-পাক ম্যাচে বিতর্কে জড়ান আব্রার
বিশ্বক্রিকেটের সব থেকে বেশি ওডিআই শতরানের মালিকের নাম বিরাট কোহলি। এমনি এমনি তিনি এই জায়গায় বসেননি। গত ম্যাচেও পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন, নিজের ৫১ নম্বর ওডিআইতে। সেই ম্যাচেই আব্রার আহমেদের মতো চুনোপুটিদের লম্ফঝম্পতে খুব বেশি বিরাট বিড়ম্বনায় পড়েননি। বরং ছোট ছোট ঘটনাগুলোকে বিরাট ঢেকে দিয়েছেন নিজের শতরান দিয়েই।
কোহলির প্রশংসায় আব্রার আহমেদ
এবার বিরাট কোহলিকে নিয়েই পোস্ট করলেন পাক স্পিনার আব্রার আহমেদ। তাঁর কথায় ঝড়ে পড়ল মিষ্টতা এবং প্রতিপক্ষের জন্যেও অগাধ সম্মান। ভারত-পাক ম্যাচের প্রায় দিন সাতেক পর ইনস্টাগ্রামে বিরাটের সঙ্গে নিজের ছবি পোস্ট করে পাক স্পিনার লিখলেন, ‘নিজের ছোটবেলার নায়ককে বোলিং করলাম, ওনার থেকে প্রশংসিত হয়ে খুবই কৃতজ্ঞ। ও যত বড় ক্রিকেটার, তত বড় মনের মানুষও। মাঠের ভিতরে এবং বাইরে বিরাট সত্যিকারের ইনস্পিরেশন ’।
ভারতের বিপক্ষে ভালোই বোলিং করেন আব্রার
ভারতের বিপক্ষে সেই ম্যাচে আব্রার বেশ ভালোই বোলিং করেছিলেন। ২৮ রান দিয়ে নিয়েছিলেন শুভমন গিলের গুরুত্বপূর্ণ উইকেটটি। এরপরই তাঁকে ইশারা করে সাজঘরের দিকে যেতে বলেছিলেন। ম্যাচ শেষে বিরাট অবশ্য সেসব ভুলে আব্রারের দিকে এগিয়ে গিলে তাঁর বোলিং দক্ষতার প্রশংসা করেছিলেন। সেই সময় আর বিরাটের মধ্যে ছিল না কোনও দ্বৈরথ, যা দেখেই মুগ্ধ হয়ে গেছেন পাক স্পিনার।
৩০০তম ওডিআই ম্যাচের সামনে বিরাট
আগের ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে ওডিআইতে নিজের ১৪০০০ রানের গণ্ডি টপকে গেছেন বিরাট কোহলি। নিউজিল্যান্ড ম্যাচেও আজকে কোহলি রয়েছেন বিরল রেকর্ডের সামনে। এটি তাঁর ৩০০তম ওডিআই ম্যাচ হতে চলেছে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি সপ্তম খেলোাড় হিসেবে মেন ইন ব্লুজদের জার্সিতে ৫০ ওভারের ফরম্যাটে মাঠে নামতে চলেছেন ৩০০তম বারের জন্য।