WBCS Prelims 2021 Result: কারা কারা WBCS Main পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন? দেখে নিন সম্পূর্ণ তালিকা
1 মিনিটে পড়ুন Updated: 03 Feb 2022, 09:44 PM IST- -তে যান।
২) উপরের দিকে 'Result/Recommendation' ট্যাবে ক্লিক করুন।
৩) তাতে 'Result' অপশন পাবেন।
৪) সেখানে ‘LIST OF CANDIDATES QUALIFIED FOR MAIN EXAMINATION OF WEST BENGAL CIVIL SERVICE (EXECUTIVE) ETC. EXAMINATION (PRELIMINARY ) 2021. [ADVERTISEMENT NO. 18/2020]’ আছে। তার পাশেই পিডিএফের চিহ্ন আছে। সেই পিডিএফে ক্লিক করুন।
৫) যে প্রার্থীরা মেন পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন, তাঁদের রোল নম্বর দেওয়া আছে।
৬) সেই পিডিএফ ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখুন।
পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল (WBCS Prelims 2021 Result):
।এমনিতে একাধিকবার পিছিয়ে যাওয়ার পর গত ২২ অগস্ট পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। পরীক্ষা হয়েছিল বেলা ১২ টা থেকে দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত। প্রায় সাড়ে পাঁচ মাস পর ফল প্রকাশিত হয়েছে। এখনও অবশ্য মেন পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়নি।