
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২০২৪ সালে অনুষ্ঠিত জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন বা জেকা এবং জয়েন্ট এন্ট্রান্স ল্যাটেরাল এন্ট্রান্স টেস্ট বা জেলেট-এর রেসপন্স শিট প্রকাশ করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এই বছর যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং জয়েন্ট এন্ট্রান্স ল্যাটেরাল এন্ট্রান্স টেস্টে বসেছিলেন, সেই পরীক্ষার্থীরা এখন জয়েন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ গিয়ে নিজেদের ওএমআর শিট এবং রেকর্ড হওয়া জবাব দেখতে পারবেন। (আরও পড়ুন: জরুরি অবতরণের পর রাশিয়ায় আটকে পড়েন ২২৫ বিমান যাত্রী, এরপর কী করল এয়ার ইন্ডিয়া?)
আরও পড়ুন: মমতার ক্যাবিনেটে বড়সড় রদবদল, রাজভবনে ফাইল পাঠিয়েছে নবান্ন, কারা হচ্ছেন মন্ত্রী
আরও পড়ুন: বাংলাদেশ থেকে দেশে ফিরলেন আরও ২৬০ ভারতীয়, ট্যাক্সি কনভয়ে এপার বাংলায় ৮০ পড়ুয়া
জানা গিয়েছে, ১৯ জুলাই জয়েন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং জয়েন্ট এন্ট্রান্স ল্যাটেরাল এন্ট্রান্স টেস্টের রেসপন্স শিট প্রকাশ করা হয়েছিল। এই আবহে নিজেদের ওএমআর শিট এবং রেকর্ড হওয়া জবাব দেখার জন্যে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে নিজের অ্যাপ্লিকেশন নম্বর এবং লগইন পাসওয়ার্ড দিতে হবে। লগইন করার পরে পরীক্ষার্থীরা কোন প্রশ্নের জবাবে কোন বিকল্প বেছে নিয়েছেন এবং তা রেকর্ড হয়েছে, তা ফুটে উঠবে স্ক্রিনে। আসলে, অনলাইন পরীক্ষাগুলিতে অনেক সময়ই হয়, একটি বিকল্পের বদলে হয়ত ভুল করে অন্য বিকল্প বেছে নিয়েছিলেন পরীক্ষার্থী। এবং তাড়াহুড়োতে পরে সেটা তাঁর নজরে পড়েনি। এই আবহে তিনি নিজে পরীক্ষার পরে হয়ত মনে মনে স্থির করে রেখেছন, তিনি যে জবাবটা ভেবেছিলেন, সেটাই বেছে নিয়েছেন। তবে আদতে তিনি হয়ত তা করেননি, এবং তাই তাঁর মার্কস কাটা পড়বে। তবে ফল বেরোলে তিনি তাতে হতবাক হবেন। এই পরিস্থিতে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে এই রেসপন্স শিট প্রকাশ করা হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে। (আরও পড়ুন: ২১ জুলাই শিয়ালদা ডিভিশনে বহু লোকল ট্রেন বাতিলের ঘোষণা? মুখ খুলল রেল)
আরও পড়ুন: গোয়া উপকূলের কাছে জোরালো বিস্ফোরণ, মাঝসাগরে ভয়াবহ আগুন পণ্যবাহী জাহাজে, মৃত ক্রু
এদিকে এই রেসপন্স শিট দেখে যদি কোনও পরীক্ষার্থীর মনে হয় যে রেকর্ড হওয়া জবাবে গলদ আছে। অর্থাৎ, তিনি হয়ত কোনও প্রশ্নের জবাবে 'সি' বিকল্পই বেছে নিয়েছিলেন, তবে রেসপন্স শিটে দেখাচ্ছে তিনি 'বি' বেছেছেন... তাহলে ২১ জুলাই পর্যন্ত আপেদন করা যাবে। সেদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই আবেদন জানানো যাবে। প্রতিটি আবেদনের জন্যে ৫০০ টাকা করে দিতে হবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট এবং ক্রেডিট কার্ডে এই পেমেন্ট করা যাবে। উল্লেখ্য, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন বা জেকা এবং জয়েন্ট এন্ট্রান্স ল্যাটেরাল এন্ট্রান্স টেস্ট বা জেলেট-এর মাধ্যমে বিভিন্ন প্রফেশনাল কোর্সে ভরতি হতে পারবেন পড়ুয়ারা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports