বাংলা নিউজ > কর্মখালি > ‘Kolkata walk-in-interview viral video’: 'একটা চাকরির জন্য কলকাতায় IT অফিসে হাজার-হাজার প্রার্থীর লাইন', ভাইরাল ভিডিয়ো
পরবর্তী খবর
‘Kolkata walk-in-interview viral video’: 'একটা চাকরির জন্য কলকাতায় IT অফিসে হাজার-হাজার প্রার্থীর লাইন', ভাইরাল ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 10 Aug 2023, 01:40 PM ISTAyan Das
‘Kolkata walk-in-interview viral video’: ‘একটা চাকরির জন্য কলকাতায় IT অফিসে হাজার-হাজার প্রার্থীর লাইন’। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এমনই ভিডিয়ো। যা দেখে নেটিজেনদের একাংশের বক্তব্য, ‘কলকাতার অবস্থা বরাবরই এরকম ছিল।'
সেই ভাইরাল ভিডিয়োর দৃশ্য।
গিজগিজ করছে কালো মাথা। ভিড়ের মধ্যে কয়েকজনের হাতে ফাইলও দেখা যাচ্ছে। কিছুটা ঠেলাঠেলি চলছেও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এমনই একটি ভিডিয়ো। ওই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) নাকি কলকাতার উইপ্রোর অফিসের বাইরে তোলা হয়েছে বলে এক নেটিজেন দাবি করেন। ওই নেটিজেনের বক্তব্য, চাকরির বাজার যে কতটা কঠিন হয়ে উঠেছে, তা এই ভিডিয়ো দেখেই বোঝা যাচ্ছে। সহমত পোষণ করেছেন অন্যান্য নেটিজেনরা। তাঁদের বক্তব্য, চাকরির বাজার বরাবরই কঠিন ছিল। করোনাভাইরাস মহামারীর পরে সেই অবস্থা আরও খারাপ হয়েছে। বিভিন্ন সংস্থায় প্রচুর ছাঁটাই হয়েছে। তাই বাজারে চাকরির জন্য হাহাকার পড়ে গিয়েছে।
মঙ্গলবার ‘এক্স’-এ (অতীতের টুইটার) ওই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) শেয়ার করেন অভিষেক কর নামে এক নেটিজেন। তিনি বলেন, ‘কলকাতার উইপ্রোয় ওয়াক-ইন ইন্টারভিউয়ের সময় অফিসের বাইরে দৃশ্য। কয়েকটি পদে চাকরির জন্য ১০,০০০-র বেশি আবেদনকারী। দেখে মনে হচ্ছে যে চাকরির বাজার এতটা সহজ নয়। আপনার মত?’
ওই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন বলেন, 'সবাইকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। এখন যা অবস্থা, সেরকম অবস্থা ২০০৯ সালের নিউ টাউনে ছিল না। এখনও ইনফোসিসে ইন্টারভিউ দেওয়ার দিনটা মনে আছে। ইন্টারভিউয়ের প্রথম রাউন্ডের পর আমরা বাইরে বেরিয়ে গিয়েছিলাম। হালকা চালে একটি খেলার মাঠে শুয়েছিলাম। আমার কয়েকজন বন্ধু সিলিকন ভ্যালিতে অ্যাপল অফিসে কাজ করছে।'
অপর একজন বলেন, ‘পশ্চিমবঙ্গে এখন খুব ভালো চাকরি পাওয়ার সুযোগ নেই।’ তাতে অপর একজন বলেন, ‘অন্যান্য রাজ্যে কি কর্মসংস্থানের ঝড় উঠেছে?’ একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘কলকাতার অবস্থা বরাবরই এরকম ছিল। বেঙ্গালুরুতে যদি এরকম কিছু হয়, তখন বলবেন।’ এক নেটিজেনের বক্তব্য, ‘আজ আমার সঙ্গেও ঠিক একই ঘটনা হল। একই ঘটনার মুখে পড়তে হল আমায়। ইন্টারভিউয়ের জন্য গিয়েছিলাম। আমি জীবনবিজ্ঞান নিয়ে পড়েছি। সেখানে ৫,০০০ চাকরিপ্রার্থী ছিলেন। পুলিশকে ডাকতে বাধ্য হয়েছিল।’