RRB NTPC Result: ৩৫,০০০-র বেশি পদে নিয়োগের RRB NTPC পরীক্ষার ফল ঘোষণা, কীভাবে রেজাল্ট দেখবেন?
1 মিনিটে পড়ুন Updated: 15 Jan 2022, 07:00 AM IST-
২) আজমেঢ় -
৩) এলাহাবাদ -
৪) বেঙ্গালুরু -
৫) ভোপাল -
৬) ভুবনেশ্বর -
৭) বিলাসপুর -
৮) চণ্ডীগড় -
৯) চেন্নাই -
১০) গোরখপুর -
১১) গুয়াহাটি -
১২) জম্মু ও শ্রীনগর -
১৩) কলকাতা -
১৪) মালদহ -
১৫) মুম্বই -
১৬) পাটনা -
১৭) রাঁচি -
১৮) সেকেন্দ্রাবাদ -
২০) শিলিগুড়ি -
২১) মুজফ্ফরপুর-
কীভাবে RRB NTPC নিয়োগ পরীক্ষার Result ফলাফল দেখবেন?
১) সংশ্লিষ্ট আঞ্চলিক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) হোমপেজে ‘CEN 01/2019(NTPC)- CBT-I Result’ আছে। তার পাশে ‘Click here’ আছে। তাতে ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) 'List of candidates shortlisted for CBT-II for Level-2'-র পাশে ‘Click here’ আছে। তাতে ক্লিক করুন।
৫) একটি পিডিএফ খুলে যাবে। যে প্রার্থীরা দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড টেস্টের (সিবিটি) জন্য নির্বাচিত হয়েছেন, তাঁদের রোল নম্বর দেওয়া আছে।
৬) ভবিষ্যতের জন্য সেই পিডিএফ ডাউনলোড করে রেখে দিন।
উদাহরণ হিসেবে, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) অফিসিয়াল ওয়েবসাইট www.rrbkolkata.gov.in-তে যান। তারপর বাকি ধাপ মেনে এগিয়ে চলুন। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) আওতায় সরাসরি RRB NTPC Result দেখতে ক্লিক করুন - ।