স্বাস্থ্য দপ্তরের অধীনে প্রায় ৪ হাজার স্টাফ নার্স নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার। প্রশিক্ষিত পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। বর্তমানে নার্সিং একটি অতি জনপ্রিয় পেশাদার কেরিয়ার অপশন। বিশেষত রাজ্যে বহু পড়ুয়া দ্বাদশের পর নার্সিং বেছে নেন। তাঁদের জন্য রাজ্যেই কাজ পাওয়ার এটি সুবর্ণ সুযোগ। কীভাবে আবেদন? শেষ তারিখ কবে? জেনে নিন বিশদে-শূন্যপদের সংখ্যামহিলা স্টাফ নার্স : ৩৫৭৭পুরুষ স্টাফ নার্স : ৩৯৭মোট শূন্যপদ ৩৯৭৪টি।আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরে এবং জি.এন.এম (GNM) পাশ হতে হবে। এর পাশাপাশি ডিপ্লোমা এবং ট্রেনিং/সিএনই/পাবলিকেশন/অ্যাওয়ার্ড থাকতে পারে। তবে সেগুলি আবশ্যিক নয়।আবেদনকারীদের বয়সসীমাআবেদনকারীর বয়স ২০ বছর থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। বয়স ১ জানুয়ারি ২০২১ তারিখ অনুযায়ী গণনা করা হবে।বেতনপে লেভেল ৯ অনুসারে প্রতি মাসে ২৯,৮০০ টাকা।আবেদনের প্রথম ও শেষ তারিখ৩ নভেম্বর ২০২১ থেকে আবেদন শুরু হয়েছে। আগামী ১৮ নভেম্বর ২০২১ পর্যন্ত আবেদন চলবে।আবেদন করবেন কীভাবে?পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। ওয়েবসাইটের লিঙ্ক : www.wbhrb.inএই ওয়েবসাইটেই বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। আবেদন ফিআবেদন ফি ২১০ টাকা।