বাংলা নিউজ > কর্মখালি > NIRF 2023 WB Best Universities: অধঃপতন CU-র, ৪ বছর পরে জায়গা হল না দেশের সেরা ১০-এ, উত্থান বর্ধমান ও বিশ্বভারতীর
পরবর্তী খবর
NIRF 2023 WB Best Universities: অধঃপতন CU-র, ৪ বছর পরে জায়গা হল না দেশের সেরা ১০-এ, উত্থান বর্ধমান ও বিশ্বভারতীর
1 মিনিটে পড়ুন Updated: 05 Jun 2023, 05:24 PM ISTAyan Das
অধঃপতন হল কলকাতা বিশ্ববিদ্যলয়ের। কেন্দ্রীয় সরকারের র্যাঙ্কিং অনুযায়ী, এবার ১২ নম্বরে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়। শেষবার যখন দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের বাইরে ছিল কলকাতা, তখন (২০১৮ সাল) র্যাঙ্কিং ছিল ১৪।
কলকাতা, বর্ধমান এবং বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়। (ছবি সৌজন্যে ফেসবুক)
সর্বভারতীয় স্তরে অধঃপতন হল কলকাতা বিশ্ববিদ্যলয়ের। এতটাই অধঃপতন হল যে চার বছর পর দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশের বাইরে চলে গেল। কেন্দ্রীয় সরকারের র্যাঙ্কিং অনুযায়ী, এবার ১২ নম্বরে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়। শেষবার যখন দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের বাইরে ছিল কলকাতা, তখন (২০১৮ সাল) র্যাঙ্কিং ছিল ১৪। তবে কলকাতার অবনতি হলেও একধাপ করে উত্থান হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। আর যাদবপুর বিশ্ববিদ্যালয় চার নম্বরে আছে। যা পশ্চিমবঙ্গের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়েছে।
সোমবার ‘ইন্ডিয়া র্যাঙ্কিং ২০২৩’ (ন্যাশনাল ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা NIRF 2023) প্রকাশিত হয়েছে। দেশের সেরা দশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে আছে একমাত্র যাদবপুর। গতবার কলকাতা বিশ্ববিদ্যালয় আট নম্বরে থাকলেও এবার ১২ নম্বরে নেমে গিয়েছে। স্কোর অনেকটাই কমেছে। গতবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্কোর ছিল ৬২.২৩। এবার সেটা ঠেকেছে ৬১.১৪-তে।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের পর এই প্রথম দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঠাঁই পেল না কলকাতা। ২০১৮ সালে দেশের মধ্যে সেরার তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয় ১৪ নম্বরে ছিল। স্কোর ছিল ৫৩-র ঘরে। পরের বছর একলাফে পঞ্চম স্থানে উঠে এসেছিল। স্কোর ৬০-র ঘরে ছিল। তারপর ২০২০ সালে সাত নম্বর, ২০২১ সালে চার নম্বর এবং ২০২২ সালে সাত নম্বরে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়।