প্রকাশিত হল স্নাতকোত্তরের ডাক্তারি প্রবেশিকার (NEET PG) রেজাল্ট। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া দাবি করেছেন, এবার রেকর্ড সময় NEET PG-র ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনের (National Board of Examination) অফিসিয়াল ওয়েবসাইট natboard.edu.in থেকে ফলাফল জানতে পারবেন।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইটারে বলেন, '২০২৩ সালের NEET PG-র রেজাল্ট আজ প্রকাশিত হল। যে পড়ুয়ারা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের অভিনন্দন। সাফল্যের সঙ্গে NEET PG পরীক্ষা নেওয়ায় এবং রেকর্ড সময় ফলাফল ঘোষণা করেছে ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন। দুর্দান্ত কাজ করেছে বোর্ড। আমি ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনকে অভিনন্দন জানাচ্ছি।'
আরও পড়ুন: JEE ছাড়াই IIT! ৪ বছরের ব্যাচেলর কোর্সে ভর্তি হওয়ার সুযোগ
কীভাবে NEET PG-র রেজাল্ট দেখতে হবে?
১) ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনের (National Board of Examination) অফিসিয়াল ওয়েবসাইট natboard.edu.in-তে যেতে হবে।
২) হোমপেজে NEET PG 2023 Results লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নয়া একটি পেজ খুলে যাবে। তাতে প্রয়োজনীয় লগইন আইডি দিতে হবে। তারপর লগইন করতে হবে প্রার্থীদের।
৪) স্ক্রিনে রেজাল্ট দেখাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখুন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )